আমাদের কথা খুঁজে নিন

   

আটটি কবিতা

আমার কাঁচা হাতের লিখা আটটি কবিতা- *অবিরাম বর্ষন বর্ষার অবিরাম বর্ষনে ভিজছে ধরনী, ঘরে একা বসে ভাবছি তোমাকে কাটছেনা এই রজনী। *তোমার কালো চুল গোধূলিবেলার আকাশে দেখি তোমার কালো চুল পুকুর পাড়ের কদমতলায় বসে ভাবি তোমার চাঁদ মুখ। রাখাল ছেলের বাঁশির শব্দ মিশে যায় বাতাসে দূর থেকে বহুদূর পাটিপাতার বনে ডাহুক পাখির কন্ঠে বাজে তোমার গানের সুর। হয়তো- বর্ষনমুখর দিপ্রহরে দাওয়ায় বসে বাছিছো মাথার উকুন তোমায় মালা পরাবো বলে আমি কুড়াতেছি বকুল। কচুপাতার ডগা থেকে পানি গড়িয়ে পড়ছে এই মধ্য দুপুর নদীর জলের কলকল শব্দ যেন তোমার পায়ের নূপুর।

*তুমি ছাড়া এ জীবন অনেকদিন পর সেদিন বিকেলে তোমার মিসড্কল পেলাম ধরলো তোমার মা, বললো; ’এই মাগীর পোয়া কথা কা ন কছ’ বলে একটা গালি খেলাম। তোমাকে যেদিন প্রথম দেখলাম, দেখেই মনের মাঝখানে জায়গা করে দিলাম। এখন আমার রাজ্যে শুধুই তুমি তুমি ছাড়া এ জীবন শূণ্য মরুভূমি। *ঝুম বৃষ্টি অনেকদিন পর আকাশে মেঘ জমলো নেমে এলো ঝুম বৃষ্টি, মেঘকে মনে হল তোমার চুল আর- বিজলিকে তোমার দৃষ্টি। খোদা তোমার অপূর্ব সৃষ্টি মেয়েটিকে গড়লে তুমি এমন অপরূপ মিষ্টি।

*এই নদী আমার বাড়ির পাশের নদীটিকে আমি ভুলবোনা কখনো অনন্ত আজীবন যে, আমাকে থাকতে পরতে দিয়েছে দিয়েছে বাসস্থান। * আমি থাকবো নদীর পাশে আমি থাকবো এই নদীর পাশে এই নদীকে ছাড়া আমি যাবো কার কাছে সবাই যখন ত্যাগ করেছে আমাকে নদী’ই শুধু আমাকে ভালবেসেছে আমি থাকবো নদীর কাছে যাবো না আমি ওকে ছেড়ে যেখানে কাশফুল দোলখায় বাতাসে দলবেঁধে গাংচিল উড়ে যায় আকাশে। *তোমার রূপেতে চাঁদের আলোতে ভরেছে গ্রামখানি তোমার রূপেতে ভরেছে মোর ঘরখানি। * কবিতার বয়স পৃথিবীর বয়সের সমান বয়স কবিতার সৃষ্টিকর্তা আর সবকিছুর সাথে নির্মাণ করলেন কবিতার শরীর। বকুলের মোহময় সুভাস আর গোলাপের সুভ্রতার সাথে প্রকৃতির চারদিকে ছড়িয়ে পড়ছে কবিতার গন্ধ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.