আমাদের কথা খুঁজে নিন

   

পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের কোড ছিল আটটি শূণ্য!

গোটা মানব সভ্যতার জন্যই বিপদজনক পারমাণবিক অস্ত্র। আর পারমাণবিক অস্ত্রে সবচেয়ে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র যুক্তরাষ্ট্র। তবে অবিশ্বাস্য ব্যাপার হলেও সত্য, দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র এর গোপন কোড ছিল আটটি শূণ্য তথা ০০০০০০০০।

দেশটির যাবতীয় নিউক্লিয়ার অস্ত্র তথা পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষমতা রাখেন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র আকস্মিক আক্রমণ এর স্বীকার হলে সে দেশের নিয়ম অনুসারে পারমাণবিক অস্ত্র কিভাবে আক্রমণের স্বার্থে ব্যবহার করতে হবে তার দ্বায়ভার থাকে প্রেসিডেন্ট এর হাতে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে সব সময় থাকে কালো রঙ এর একটা ব্রীফকেস। সামান্য ব্রীফকেস এটি নয়। মূলত নিউক্লিয়ার যু্দ্ধ শুরু হওয়ার ডিভাইস এটি। এটার ভেতর রয়েছে প্রয়োজনীয় নির্দেশনা কিভাবে ডিভাইসটি ব্যবহার করতে হবে। ব্রীফকেসটি অনেক নিরাপত্তা বলয়ের মাঝে রাখা হয়।

এটি সব সময় একজন মিলিটারি এ ডি সি’র হাতের সাথে বাঁধা থাকে।

আর পারমাণবিক যুদ্ধের কোড কি হতে পারে সেটি নিয়ে নিশ্চয় জল্পনা-কল্পনার শেষ নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ২০ বছর ধরে এই কোডটি খুব সাধারণ ছিল। মাত্র ৮ টি শূণ্য ডিজিট, ভয়ংকর পারমাণবিক যুদ্ধের গোপন কোড।

উল্লেখ্য, কেবল কোডটি দিয়েই পারমাণবিক যুদ্ধ পারমাণবিক অস্ত্র উৎক্ষেপন সম্ভব ছিল না।

এর জন্য নির্দেশনা যে মার্কিন প্রেসিডেন্ট ই দিচ্ছেন তা কয়েক ধাপে যাচাই করা হত।

১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীণ প্রেসিডেন্ট জন এফ কেনেডি National Security Action Memorandum 160এ স্বাক্ষর করেন। এটাতে উল্লেখ ছিল, যুক্তরাষ্ট্রের যাবতীয় পারমাণবিক অস্ত্র Permissive Action Link (PAL) এর দ্বারা সঠিক কর্তৃপক্ষ এবং সঠিক কোড দ্বার পরিচালিত হবে।

১৯৬৩-৬৪ সালের দিকে গ্রীস এবং তুর্কী দুটি দেশের অন্তর্দ্বন্দ যখন পারমাণবিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছিলো তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এরূপ ক্ষমতা প্রদান করা হয়। ওই সময় গ্রীস এবং তুর্কী উভয় দেশই পারমাণবিক অস্ত্র চাচ্ছিল।

নাটকীয় এই আট ডিজিটের সহজ কোডটি সম্পর্কে আলোক পাত করেন স্টিভেন এম বেলাভিন নামের একজন কম্পিউটার প্রকৌশলী। যুক্তারাষ্ট্রের সাবেক এয়ার ফোর্স অফিসার ড. ব্রুস জি ব্লেয়ার এর একটি পেপার থেকে তিনি বিষয়টি সবার নজরে আনেন।

সূত্র: দি টেক জার্নাল, টুডেআইফাইন্ডআউট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.