>>>বৈশাখের ঐ রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙ্গে পড়ে, ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়...<<<
মানসম্মত না হওয়ায় নর্থ বেঙ্গল ফার্মা লিমিটেডের টেট্রাসাইক্লিন ও ইনডক্স ক্যাপসুল; ইনোভা ফার্মা লিমিটেডের ডাইক্লোফেনাক; বেঙ্গল টেকনো ফার্মা লিমিটেডের বিটিমক্স ২৫০ মিলিগ্রাম ও বিটিমক্স ৫০০ মিলিগ্রাম; ইন্দো বাংলা ফার্মা লিমিটেডের ক্যাপসুল ইনডোটেট্রা এবং এলকো ফার্মা লিমিটেডের সেফক্স ক্যাপসুল ও সাসপেনশন টেমপিল ঔষধ উৎপাদন ও বিপণন বন্ধ করে সেগুলো বাজার থেকে প্রত্যাহার করার জন্য হাইকোর্ট থেকে নির্দেশ দেয়া হয়েছে। ঢাকার বাজার থেকে দুই সপ্তাহের মধ্যে এবং সারা দেশ থেকে চার সপ্তাহের মধ্যে এসব ঔষধ প্রত্যাহার করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে বাজার থেকে বিভিন্ন ধরনের ঔষধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা এবং চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছিল আদালত। ওই আদেশের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ১৭৪টি ঔষধের নমুনা সংগ্রহ করে ৪৮টির বিষয়ে ল্যাবরেটরি প্রতিবেদন জমা দেয়। যার ৮টি মান সম্মত নয় বলে প্রমাণ পাওয়া গেছে।
সূত্রঃ ইন্টারনেট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।