ভালবাসি মা, মাটি ও বাংলাদেশ
কক্সবাজার জেলা বিএনপির সম্মেলন দুু’গ্রুপের মধ্যে সংঘর্ষে প- হয়ে গেছে। এতে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ সহ অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছে।
আজ শুক্রবার বিকেল থেকে জেলা বিএনপির সম্মেলন শুরু হয়। সম্মেলনের শেষ পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব বেগম সেলিমা রহমান জেলা বিএনপির কমিটির নাম ঘোষণাকালে সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট শামিম আরা স্বপ্নার নাম ঘোষণা করার সাথে সাথে বিক্ষুব্ধ কর্মীরা বক্তৃতা মঞ্চে হামলা চালায়। এসময় দু’পক্ষের মধ্যে চেয়ার ছুড়াছুড়ি চললে একদল কর্মী প্রধান অতিথিকে মানববর্ম দিয়ে আগলে রাখেন।
প্রায় ১০ মিনিট পর্যন্ত চেয়ার ছুড়াছুড়ি ও লাঠিসোটা নিয়ে মারামারি চলে। এতে সম্মেলনের প্রধান বক্তা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ সহ ৩০ জন নেতাকর্মী আহত হয়। মঞ্চে এসময় সালাহ উদ্দিন আহমদের স্ত্রী এডভোকেট হাসিনা আহমদ এমপিও উপস্থিত ছিলেন। বিক্ষুব্ধ কর্মীদের ধাওয়া খেয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম নূরুল বশর চেীধুরী ও তার গ্রুপ পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ প্রহরায় বিএনপি নেতৃবৃন্দ নিরাপদে সম্মেলনস্থল ত্যাগ করে।
জেলা বিএনপির কমিটি গঠন নিয়ে সাধারণ সম্পাদক পদ নিয়ে কক্সবাজার সদর-রামু আসনের এমপি লুৎফুর রহমান কাজল ও নুরুল বশরের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন অভিযোগ এনে এমপি কাজলের নেতৃত্বে ৬টি উপজেলা কমিটির নেতৃবৃন্দ সম্মেলন বয়কট করার ঘোষণা দিয়েছিল। কিন্তু পরে সমঝোতার ভিত্তিতে সম্মেলনে উপস্থিত হয়।
এ ঘটনার পর রাতে বিক্ষুব্ধ কর্মীরা শহরে খন্ড খন্ড মিছিল বের করে।
শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।