আমি ব্লগ লেখার চাইতে ব্লগ পড়তে ভাল বাসি। সামু ব্যাবহার করি বেশ কয়েক বছর ধরে। এক সময়ের অনেক সময়ের সাথি। গুনতে গুনতে কয়েক লাখ ছাড়িয়ে গেছে সামুর ব্লগারের সংখ্যা। কিন্তু আগের সামুকে যথেষ্ট মিস করছি।
আগে লেখা থাকত অল্প কিন্তু তারপরও সেখানে পরার মত অনেক কিছু ছিল। কিন্তু এখন এত বেশি সংখ্যক ইউজার এবং তার সাথে তালমিলিয়ে লেখা যে অনেক গুরুত্ব পুর্ন লেখাও চোখের সামনে থেকে হাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে সবচেয় বিরক্তি কর লাগে কিছু কিছু ব্লগার আছেন যারা কিনা তাদের লেখায় শুধু একটি দিক ফুটিয়ে তুলার জন্য ব্লগ আইডি খুলেছেন। যেমন ধরা যাক কেউ অনবড়ত খালি নিজের কম্পানির বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন, কেউ নির্দিষ্ট একটি টপিকে একের পর এক বমি করে চলেছেন। আর কেউ আছে ফাজিল টাইপের।
রিভার্স প্লে করতে করতে নেজেই তাল গোল পাকিয়ে ফেলছেন। ব্লগের সার্থে এবং ব্লগের গ্রহন যোগ্যতা বৃদ্ধির জন্য এই সকল নিকের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা উচিত। তা না হলে ব্লগের গ্রহন যোগ্যতা ধিরে ধিরে ব্লগার দের কাছ থেকে হারিয়ে যাবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।