ডান বলে যাসনে বামে,বাম বলে ডানে! শিরোনামে দ্বিমত আছে?
তাহলে আসেন আলোচনা করি। অবশ্যই সে এইসব উপাধি পেয়ে যেত এতদিনে। নিঃসন্দেহে। কারন এইটা বাংলাদেশ। এই দেশে বেশীদিন কাউরে সহ্য করা সম্ভব না।
ডিজুস জমানার ট্যাগিং দেখলে এই সন্দেহটা আরো বেশী কৈরা ইচাইপা ধরে!
তাহলে বলেন,
আপনে সালমান শাহ'র কয়টা মুভি তার জিবিতকালে দেখেছেন?
কয়টা মুভি তার মৃত্যুর পরে দেখেছেন?
কয়টা মুভি ভিসিডি/ভিসিআর এ দেখেছেন?
কয়টা মুভি টিভিতে দেখেছেন?
***
ব্লগে ফেসবুকে অনেকদিন ধরেই একটা গ্রুপকে বলতে শুনি। আহ!আমাদের নায়ক ছিল একখান। সে থাকলে হেনতেন কতকিছু হয়ে যেত।
তারমত নায়ক কোথায়?
সে থাকলে হয়ত তার মুভি দেখতে হলেও সিনেমা হলে যাইতাম।
****
আসলেই কি তেমন কিছু?সালমান যখন মুভিতে অভিনয় শুরু করে তখন এদের অনেকের ই মাত্র পৃথিবীতে আগমন হয়েছে...অথবা বছর দুই তিনেক পাচেক হয়েছে তাদের এই ধরায় আগমনের...
তাদের যখন মুভি দেখার বয়স হয়েছে তার বহু আগেই সালমান ওপারে চলে গিয়েছে...তারমানে কি?
তাদের সিনেমা হলে না যাওয়া...বাংলা মুভি না দেখা...সব একজন মৃত মানুষের উপর চাপিয়ে দিচ্ছে...
যদি সালমান থাকত তাহলে সালমান কি বলত বলে মনে হয় আপনার?
শুধু আমার মুভি দেখবেন...আর কারো মুভি দেখবেন না...জীবনেও এমন বলতোনা সে...
এখন আমি যদি বলি জাফর ইকবাল ছিল নায়ক...সে যখন নাই...তাহলে এই সালমান সানিদের মুভি কি দেখব...সে ছিল নায়ক...সবদিক থেকে যোগ্য একজন নায়ক...
অথচ সিনেমা হলে গিয়ে মুভি দেখা যখন শুরু করেছি তার কিছুদিন আগেই সে পরপারে চলে গিয়েছে...তার দুয়েকটা মুভি পরে আমাদের এলাকাতে চালানোতে তার মুভি সিনেমাতে দেখার সুযোগ হয়েছে...ভিসিআরে আর টিভিতেই তার বেশিরভাগ মুভি দেখা...
সেই ভিসিআর আর টিভির স্মৃতি দিয়ে আর কতদিন ভাইয়েরা?
সালমানের মুভি টিভিতে দেইখা আফসুস কৈরা অন্যদের মুভি দেখবেন না...সিনেমা হলে যাইবেন না...সেইটা কোন জ্ঞানিলোকের লক্ষণ না!
এইরকম হইলে জাফর ইকবালের পরে আর কেউ রোমান্টিক ইমেজ নিয়ে দাড়ানোর সুযোগ পাইতোনা...
কিন্তু সালমান দাড়িয়েছিল...কারন সে বাংলা মুভি পাগল দর্শক পেয়েছে...
সালমানের মুভিও ফ্লপ খেয়েছে...সালমান ও কপিপেষ্ট মুভি করেছে...কানে দুল পড়েছে...লম্বা চুলে বেনিও করছে!!!
শুধুমাত্র এইসবের কারনেই আমার শিরোনামের কথা গুলো ফলে যেত।
কিন্তু তারপর ও আমরা সিনেমা হলে গিয়ে সালমানের মুভি দেখেছি...ওমর সানির মুভি দেখেছি...
যে সপ্তাহে গরিবের রানী দেখেছি সেই সপ্তাহে স্বপ্নের পৃথিবীও দেখেছি...
আমাদের এই সিনেমাপ্রিতির কারনেই পরিচালকেরা তাদের মুভি একই সপ্তাহে রিলিজ দেয়ার সাহস পাইত...
আর এখন?
আপনেরা সিনেমা দেখতে যান না...আর নায়কদের চৌদ্দগুষ্টি উদ্ধার করেন এই বলে যে...এই পেট মোটা...খালি খায়...সে লিপিষ্টিক লাগায়...কানে দুল পরে...বগলে লোম কত্তকিছু...(এইসব কোন অজুহাত হইল?)
মানি প্রযুক্তি আমাদের চোখ বড় করে ফেলেছে...কিন্তু তখন ও তো ভিসিআরে আমরা হিন্দি মুভি দেখতাম...চায়না হংকং আর হলিউডের মুভিও আমরা ভাড়ায় এনে দেখতাম...
তারপর ও সপ্তাহে বাংলা মুভি সিনেমাহলে গিয়ে দেখতে মিস করতামনা...দোষ তো তখনো আমরা মুভিতে ধরতে পারতাম...ধরতাম...তারপর ও কি মুভি দেখা মিস করতাম?
তাহলে আপনেরা সালমানের দোহাই দিয়ে সিনেমাহলে যাওয়া বন্ধ রাখবেন কেন?
বাংলা মুভি দেখতে সিনেমাহলমুখি হবেন না কেন?
শাকিব খানের দোষ ধইরা আর কতদিন?শাকিব ছাড়াও আমাদের এখানে আরো নায়ক আছে। তাদের মুভিও তো দেখতে যান না। যদি যাইতেন তাহলে এতদিনে তারা আলোচনায় আসত।
আপনে সিনেমা দেখতে সিনেমা হলে যাইবেন না। আর দোষ চাপাইবেন সালমান শাহ আর শাকিব খানের উপ্রে এইটা কোন কিসিমের ভদ্রতা???
সালমানের এত বড় ফ্যান আপনে???
শাকিবরে এত ঘৃনা করেন আপনে?
সালমানের ফ্যানের কথা না আসলে...যারা সালমানের মুভি টিভিতে দেখে আর ইউটিউবে দেখে ভাব ধরে তাদের কথা বলা হয়েছে...আমি সালমানের ফ্যান না...সানির ও না...অথচ তাদের কোন মুভি ই হয়ত আমি দেখা বাদ দেইনাই...এখন তাই মার থেকে মাসির দরদ দেখলে হিসাব করি...
এমনকি আমি শাকিব খানের ও ফ্যান না...অথচ শাকিব খানের ফ্যান যারা তাদের থেকে শাকিবের কম মুভি আমি দেখিনাই...কারন আমরা আমাদের সিনেমাকে ভালোবেসেছি...আমরা হলে গিয়ে সিনেমা দেখা উপভোগ করতাম...কারো দোষ দিতামনা।
এখনো দেইনা।
****
আমাদের চলচ্চিত্রের প্রতি যাদের মায়া থাকবেনা...যারা শুধু তাদের প্রিয় হিরো নিয়ে থাকবে...অথচ তাদের প্রিয় হিরোরাও এই বাংলা সিনেমা করত।
অথচ তাদের ভাব দেখে মনে হইতাছে তাদের প্রিয় হিরো ই হিরো আছিল। আর সবাই জিরো আছিল!!!
তাদের এইসব কথায় বিশ্বাস করার সুযোগ নাই আসলে।
জ্বি না জনাব।
সিনেমার লাইফে নায়কদের হিট ফ্লপের খেলা চলবেই...চলেছেও। সালমান যখন ছিল তখন মাঠে অনেক পাকা খেলোয়ার ছিল...কাঞ্চন জসিম মান্না সানিরা তখন দারুন সব হিট মুভি দিচ্ছিল...সুতরাং তার সময়ের বাজারে হিট হওয়া এত সোজা ছিলনা...তাই
সালমানের ভাল কাহিনীর অনেক মুভিই সেরকম হিট করতে পারেনাই...
লুতুপুতু প্রেম কাহিনীর মুভি ই হিট করছিল। সামাজিক মুভি বেশীরভাগ ই ফ্লপ খাইছিল।
###লেখাটা সালমানের মৃত্যু দিবসে ব্লগে দেওয়ার ইচ্ছা ছিল। তার মৃত্যু দিবসে কারো মনে কষ্ট দিতে চাইনি বলে শুধু ফেসবুকের গ্রুপেই দিয়েছিলাম।
***আবারো বলি। ৫০টা বাংলা মুভি সিনেমাহলে গিয়ে দেখেন। ৫টা যদি ভালো লাগে তাইলেই আমাদের এখানে ভালো মুভি বানানো আবার শুরু হয়ে যাবে।
আর যদি সিনেমাহলেই না যান তাহলে বাংলা মুভি রসাতলে গেল। নায়কেরা সব ভুয়া,সালমান শাহ থাকলে দেখতাম এইসব কইয়া শরম পাইয়েন না।
ভাল থাকবেন সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।