আমাদের কথা খুঁজে নিন

   

এডলফ হিটলার এর ইহুদী নিধন একটি সময়োপযোগী সীদ্ধান্ত এবং কিছু কথা।

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই। এডলফ হিটলার আক্ষেপ করে বলেছিলেন- "ইহুদীরা বেইমান জাতি, এদের কখনও বিশ্বাস করতে নাই, একদিন বিশ্ববাসী বুঝবে ওদের (ইহুদিদের) সম্পর্কে আমার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা"। এডলফ হিটলার শুধু নয় মধ্যপ্রাচ্য থেকে শুরু করে প্রায় সমগ্র ইউরোপের অধিকাংশ মানুষ তখন ইহুদীদের ঘৃণা করত। তারা ছিল যাযাবর বেঈবান। কোন স্বীকৃত রাষ্ট্র ছিল না তাদের।

বনি ইসরাইলরা তাদের আবির্ভাবের শুরু থেকেই বিশ্বাসঘাতক জাতি হিসেবে পরিচিত ছিল। খ্রিস্টানরা তাদের পছন্দ করত না, পরে ইসলামের আবির্ভাবের পর উভয়েরই শত্রুতে পরিণত হয় তারা। বিংশ শতাব্দীর শুরুতেও খ্রিস্টানদের চক্ষুশূল ছিল ইহুদী জাতি। আজ খ্রিষ্টানরা ইহুদিদের সাথে হাত মিলিয়েছে কেবল মাত্র মুসলমানদের ধ্বংস করতে। অন্যায় ভাবে মধ্যপ্রাচ্যে একটি ইহুদী রাষ্ট্রের সৃষ্টি করেছে খ্রিষ্টানরা তথা ব্রিটেন ও আমেরিকা।

যে বিষফোঁড়ার ব্যাথায় আজ সমগ্র বিশ্ব ব্যথিত। এই যে আজ আমরা স্বাধীন জাতী এর পিছনেও মহাবীর হিটলারের পরোক্ষ্ অবদান আছে। শুধু ভারতবর্ষ নয় সারাবিশ্বে উপনিবেশিক শাসন কায়েম ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই উপনিবেশিক শাসনের অবসান ঘটে। আর এটা কোন কাকতালীয় ঘটনা নয়, পরিষ্কার চুক্তির মাধ্যমে উপনিবেশিক শাসনের অবসান ঘটেছে। হিটলারের প্রচন্ড আক্রমণ ঠেকাতে ফ্রান্স বৃটেন যখন হিমশিম খাচ্ছিল।

এমনি এক সময়, তখন ভারত সহ অন্যান্য উপনিবেশগুলো বিদ্রোহ করলে উপনিবেশিক শক্তিগুলো চরম পরিনতির স্বীকার হবে। এমন কথা চিন্তা করে তারা তাদের অস্তিত্ত্ব টিকিয়ে রাখার তাগিদে এরা অধিকৃত দেশগুলোর সাথে চুক্তি করে, বিশ্বযুদ্ধে এদের সাহায্য করলে যুদ্ধ জয়ের পর স্বাধীনতা দিয়ে দিবে। যার ফলশ্রুতিতে যুদ্ধের পর চুক্তি মত এরা কলোনীগুলো ছেড়ে দিতে বাধ্য হ্য়! কিন্তু ইদানীং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এত বেশী জল ঘোলা হয়েছে যে, কোনটা প্রকৃত সত্য তা বের করা কঠিন। তারপরও ৬০ লাখ ইহুদীর মৃত্যু গোটা বিশ্বে এখনও শান্তি আরতে পারেনি। যদি একটি ইহুদীও আজ বর্তমান না থাকত তাহলেই এ পৃথিবী একটি শান্তিময় আবাস হিসাবে গড়ে উঠতো।

আর সে জন্যই হয়তো এডলফ হিটলার বলেছিলেন - "The personification of the devil as the symbol of all evil assumes the living shape of the Jew" "I could have annihilated all the Jews, but I left some of them to let you know why I was annihilating them."  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।