আমাদের কথা খুঁজে নিন

   

চলুন একটু দাঁত বের করি....(কৌতুক+ছবি+এ্যানিমেশন)

আমার দেশ আমার গর্ব আমার অহংকার....... কৌতুক............ ১. -খালাম্মা ডেকচির ঢাকনা খুইজ্জা পাইনা। -এক কাজ কর। “ডেকচির ঢাকনা” লেইখা গুগলে সার্চ দে। ২. -ছোটাপ্পি, পাশের বাসার বাবুটার রক্তে ম্যালিরিয়ার ভাইরাস পাওয়া গেছে। আমার ও তো হবে।

-ভয় পাস না গিট্টু। তিন দিন পর পর তোর এন্টিভাইরাস নেট থেকে আপডেট করে দিবো। তুই খালি প্রতি সপ্তাহে পুরা বডি স্ক্যান করবি। ৩. -আয়হায়রে দোস্ত শার্টে চা পইড়া তো ভাইসা গেলো। একটু পর ল্যাব ভাইবা।

-খাড়া ফটোশপ CS100 দিয়া তোর শার্টের দাগ মুইছা দিতাছি। ৪. -ওগো শুনছো। আমার না খুব ভয় করছে। যদি রাতে চোর আসে। -ক্যান? বাড়ির চারপাশে ফায়ারওয়াল এক্টিভেট করা আছেনা? ৫. বাবু উঠো।

তোমার স্কুল টাইম হয়ে গেছে তো। : এই বৃষ্টিতে কীভাবে স্কুলে যাবো মা? : তোমাকে ই মেইল করে স্কুলে পাঠাবো বাবা !! ছবিতে মজা............ ১। ২। ৩। ৪।

৫। ৬। ৭। ৮। ৯।

ডোন্ট ক্রাই প্লিজ........... crying crying ১০। জোতা আটকানোর কিয়া স্টাইল হে....... ১১। ইসমাইল প্লিজ.. ১২। সালাম স্যার......... ১৩। বিলিভ মি......... ১৪।

এ্যানিমেশন............... ১। মরার উপ্রে খাড়ার ঘা ২। এভাবেই ফ্যানের বাতাস খাইতে মজা লাগে ৩। জেলাসি ক্যান কিল........ এত হাসিতে কারো হাসি পায় না । কি আর করা আমিই হা............সি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.