চলেন ভাইবোন সকল,হলমার্কের তানভীর বা ডেসটিনির কাছ থেকে প্রতারনা,জালিয়াতির ট্রেনিং নিয়ে,ব্যাঙ্ক জালিয়াতি বা জনগণের সাথে প্রতারনা করে ৪০০০-৫০০০কোটি টাকা গাপ করে দিয়ে,বিনিময়ে মাত্র ৫০লাখ টাকা জরিমানা আর ৫বছরের জেল খেটে,বাকি জীবন পায়ের ওপর পা তুলে রাজার হালে কাটিয়ে দিই জীবন!এবং ভবিষ্যৎ বংশধরদের জন্য ,গাড়ি ,বাড়ি,বিদেশে পড়াশোনা সহ,সম্রাটের আরাম আয়েশের জীবন নিশ্চিত করি!আমিন! ভাবছেন পাগলের প্রলাপ?মোটেও না!ঘটনা হইলো গিয়া,নামমাত্র শাস্তির বিধান রেখে এমএলএম আইন হচ্ছে!এইটা আবার কী?এইটা হইলো ,গণপ্রতারনা ও জালিয়াতির দায়ে অভিযুক্ত হলে অপরাধীদের জন্য নামমাত্র শাস্তির বিধান রেখে বহুস্তর বিপণন(এমএলএম)আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার!যত বড় জালিয়াতিই হোক না কেন বা যত বেশি মানুষের সঙ্গেই প্রতারনা করা হোক না কেন,আইনের খসড়ায় সর্বোচ্চ জরিমানা ৫০লাখ টাকার কথা বলা হয়েছে!আর জেল হবে সর্বোচ্চ ৫বছরের!তালিয়া....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।