আজকে প্রথম আলোর পত্রিকায় প্রখম আলোর বিজ্ঞাপন দেখলাম। "উটপাখির নয়, মানুষের জীবন চাই"। বিজ্ঞাপন সংস্থা Grey Advertising Ltd. এই বিজ্ঞাপন তৈরী করেছে। বিজ্ঞাপন সংস্থা হিসেবে গ্রে - র ব্যাপক নাম ডাক। বলা বাহুল্য, এখন সামনের ১/২ মাস টিভি, বিলবোর্ড, পোষ্টার, সেমিনার-এ ভরে যাবে ঢাকাশহর ।
প্রথম আলোর এখন লক্ষ্য হল আমাদের ডিজিটাল তরুণদের আকর্ষন করা। তারা যেন প্রথম আলো ছাড়া অন্য কিছু নিয়ে না ভাবে।
মজার ব্যাপার হলো প্রথম আলো এর আগে যা বলেছে (বদলে যাো বদলে দাো) তা করে নাই । সামনেো করবে না("উটপাখির নয়, মানুষের জীবন চাই")। এখন প্রশ্ন হচ্ছে প্রথম আলো এ কথা গুলো কেন বলে? কী লাভ ?
লক্ষ্য একটাই প্রথম আলোর বিক্রি বাড়তে হরে এবং পাঠকদের (বতর্মান ডিজিটাল তরুন)মনে স্থায়ী জায়গা করে নিতে হবে ।
ডিজিটাল তরুন সমাজের খুব ছোট একটা অংশ রাজনীতি বা স্বদেশপ্রেম নিয়ে চিন্তিত। ধরেন ১০-১৫%। বাকী ৮০-৮৫% হলো মামার টার্গেট। প্রথম আলোর হাসিনার চমচাগিরি এবং দুএকটা টাকার কাছে নত হবার মত ব্যাপার নিয়ে তারা চিন্তিত না। তারা বিনোদন, চাকরির খবর, খেলাধুলা নিয়ে বেশী আগ্রহী।
এক কথায় তারা দেশকে আসলেই চিন্তিত না।
এমন সময় মামা কইল "বদলে যাও, বদলে দাও, আসুন আমরা দেশকে মায়ের মত ভালবাসি" সহ নানান ইমুশুনাল কথাবার্তা। কিন্তু কথা হইল এগুলা বইলা লাভ কী? বিক্রি কী বাড়ছে?
এখন লক্ষ্য করেন। দেশকে ভালবাসবেন কেমনে যদি দেশে কী হচ্ছে তার খবর ই না রাখেন ? আর দেশের খবর রাখবেন কীভাবে যদি পত্রিকা-ই না পরেন ? আর পত্রিকা পরলে কোনটা পরবেন সমকাল নাকী যুগান্তর নাকী ইনকিলাব নাকী জনকন্ঠ নাকী প্রথম আলো ?
প্রথম আলো কী নিজে বদলাইছে?
বোঝা গেছে জিনিষটা?
এবার আসেন "উটপাখির নয়, মানুষের জীবন চাই" নিয়ে কথা বলি। প্রথম আলো বলে সমস্যা নিয়ে অনেক টক শো হইছে, ওইখানে মুরুব্বিরা কথা বলে, ডিজিটাল তরুনদের শব্দ ওই জায়গায় গিয়ে পেৌছে না।
তাই তোমাদের মনের কষ্ট আমাদের কাছে লিখ। হয়তো প্রথম আলো নিজে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-এ যাবে বড় একটা বাক্স নিয়া। বলবে লিখে জমা দাও!!
আমরা সবাই জানি বর্তমান ডিজিটাল তরুনেরা মনে এক রাশ কস্ট নিয়ে ঘুরতেছে। এখন সমস্যা এবং সমাধান নিয়ে নিয়ে ভাবভেন অথচ পত্রিকা পরবেন না, তা তো হয় না !!!
আর পত্রিকা পরলে কোনটা পরবেন সমকাল নাকী যুগান্তর নাকী ইনকিলাব নাকী জনকন্ঠ নাকী প্রথম আলো ?
আপনাদের কী মনে হয় ? প্রথম আলো কী নিজে উট পাখীর জীবন ছাড়তে পারবে?
টেকা কামানের ধান্দা ভাই সব !!! টেকা টেকা !!!
আর এই টেকা কামানোর জন্য নিলজ্জ হওয়া বান্ছনীয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।