ভালবাসি বন্ধুত্ব। । শরতের এই দিনগুলো একটু
অন্যরকম,উচ্ছল ষোড়শীর মত
উত্তপ্ত,আনচান করা রূপ
মাধুর্যে মনোমুগ্ধ,লাজুক
মেশানো কোমলতায় নিষ্পাপ কামনাময়।
বৃক্ষ তরুলতা তরতর
করে বেয়ে উঠছে নব
প্রাণচাঞ্চল্যে ঠিক যেমন হঠাত্ করেইবেড়ে ডাগর হয়ে উঠা দুরন্ত কৈশোর বালকটি।
চারিদিকের জলাধারগুলো টলটলে জলে টইটুম্বুর,স্থির,শান্ত, ধীরলয় স্রোত,,বর্ষার
উপচে পড়া উচ্ছাস পেরিয়ে থিতু
হয়েছে মাত্র,উদ্দাম যৌবন পার
করে পরিপূর্ণতার
আরেকটি ধাপে ক্রমাগমন
করা টগবগে পৌরুষে অয়ময়
হয়ে উঠা যুবক যেন।
সকালের চনমনে রোদে যেন
সূয্যিমামা মেলে ধরেছেন
নিজেকে পূর্ণরূপে অনেকদিনপর।
এতদিনের গোমড়া মুখের মেঘমালার একাত্মতায় নিজেকেও আড়াল করে রেখেছিল,নতুন ভোরের আভাসে তাই
অলসতা ঝেড়ে ফেলার আহবান।
মাঝে মাঝে অবশ্য বর্ষা এসে হানা দেয় শরতের সুখের সাম্রাজ্যে, দু'এক ফোঁটা নীরব অশ্রুপাতে অতীতের দুঃখ দিনগুলোর কথাই মনে করিয়ে দেয় যেন।
পালতোলা নৌকায় মাঝির
গলা হেড়ে গেয়ে উঠা সুরে খুঁজে পাই শরতের ই মাধুর্য সাক্ষী শুধু বিশাল জলরাশির বুকে সুনীল আকাশের উদারতায় সাদা মেঘের তুলোর মত ভেসে যাওয়া প্রতিবিম্ব।
কুলনারী নববধূর প্রভাতস্নান
পরবর্তী চোখেমুখে পরিপূর্ণ তৃপ্তির
দীপ্তি নিয়ে চুল শুকাতে যাওয়া।
তৃপ্ত কোনো ভুরিভোজের পর একটা তৃপ্তির ঢেকুর তুলে চাঙ্গা হয়ে দুপুরের মৃদু
তপ্ত লিলুয়া বাতাসে পরম
সুখে গা এলিয়ে দেয়া,বাবার আঙ্গুল
ধরে হেটে বেড়ানো সেই ছোট্ট শিশুটির অনুসন্ধিত্সু চোখে মুখে সরল নিস্পাপ চাহনি,আধো আধো মিষ্টি বুলিতে ভরে যায়
বাবার অন্তরাত্মা।
আহা অনুভূতির কি অমলিন
সৌন্দর্য !!!
শরতের কাশবনে আমি দেখতে পাই ঠিক এরকমই শুভ্রতা।
ছোট্ট খুকীর
মত,বেনী দুলিয়ে ভেসে বেড়ায়
প্রান্তজুড়ে ছন্নছাড়া ঘাসফুলগুলো,,মিটি মিটি
হেসে স্বাগত জানায়।
সদা হাস্যময়ী দুধসাদা শাপলার
সাথে হলদে শালিকের নাচন
দেখে ফোকলা দাঁতের চপল কিশোরীর ভুবনভোলানে সে হাসি আটকে পড়ে যা কখনো ফটোগ্রাফারের ক্যামেরার ফ্রেমে। ।
মনোমুগ্ধতার
রেপিংয়ে মোড়ানো প্রকৃতি কন্যার
ছোট্ট চিরকুটে লেখা অমৃত বাণী,,
'ভেঙে ফেল অচলায়তনের
দেয়াল,উন্মুক্ত হোক নবজাগরণের
দুয়ার। অনুভূতিগুলো হোক চির অম্লান।
মরে যাওয়া সুকুমারবৃত্তি গুলো শুভ্র শুচি স্নানে জেগে উঠুক সবার মাঝে যেন আমারই মত করে। ' ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।