আমার মতে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের হাসি। তাই আমি সারাজীবন মানুষকে হাসি মুখে দেখতে চাই শুনলাম সাহারা খালায় নাকি নতুন ডাক ও টেলিযোগাযোগ মন্রী হইছে। নো চিন্তা ডু ফুর্তি। এখন থেকে
*.ইন্টারনেটের স্পীড৪৮ কেবিপিএস থেকে ৪৮ এমবিপিএস হয়ে যাবে।
*.যদিও চিঠির দিন নাই তবুও কেউ চিঠি পাঠালে ৪৮ দিনের মধ্যে পৌছাতে হবে।
*.মোবাইলে কেউ এক মিনিট দুইমিনিট কথা বলতে পারবে না। টানা ৪৮ মিনিট কথা বলতে হবে।
*.প্রতিটি এসএমএস এর মূল্য হবে ৪৮ টাকা।
*.কেউ সাহারা খালার সাথে সরাসরি কথা বলতে চাইলে তাকে ৪৮৪৮৪৮৪৮ নাম্বারে ফোন করে ৪৮ সেকেন্ডের মধ্যে কথা শেষ করতে হবে।
*.ইন্টারনেটের বিল ৪৮ দিনের মধ্যে পরিশোধ করতে হবে নতুবা ৪৮ সেকেন্ড ইলেকট্রিক শক খেতে হবে।
*.কেউ মোবাইলে অশ্লীল কথাবার্তা বা গালিগালাজ করলে ৪৮ বার কানে ধরে উঠবস করতে হবে।
*. প্রতি কল থেকে ৪৮ পয়সা করে পদ্মা সেতুর জন্য কেটে নেয়া হবে। কারন সাহারা খালা বলেছেন যেভাবেই হোক ৪৮ বছরে এভাবে করে ৪৮ পয়সা জমিয়ে তিনি নিজে পদ্মা সেতু তৈরী করবেন।
*.মন্ত্রনালয়ের কেউ দুর্নীতি করলে তাকে ৪৮ মিনিট এক পা খাড়া করে সূর্যের দিকে তাকিয়ে থাকতে হবে নয়তো বহিষ্কার।
*.তিনি যদি ৪৮ দিনের বেশী মন্রী থাকতেপারেন তাহলে ৪৮০০ টাকায় কাউয়া মার্কা ল্যাপটপ প্রদান করবেন।
সাথে ৪৮ এমবি ডাটা ফ্রি।
*.এট লাষ্ট যদি তিনি তার অঙ্গীকার না করতে পারেন তাহলে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ করে মাহফুজুর রহমানকে মন্ত্রীত্ব প্রদান করবেন।
আর কিছু মাথায় আসে নাই বাকীগুলা আপনারা দিয়েন। স্ট্যাটাস প্রদানের সময় ৮.৪৮ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।