আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাভেল ফটোগ্রাফির একজিবিশান

::::: দেখবো এবার জগতটাকে ::::: ঘুরতে আমরা কম বেশী সবাই পছন্দ করি। আর ঘুরতে গেলে তো ছবি তোলাই হয়। ভ্রমণ বাংলাদেশ এডভেঞ্চার ক্লাব এ বছরেই বাউন্ডুলেপনায় এক যুগ পার করে এসেছে। এবারে আসছে পহেলা ফাল্গুন ভ্রমণ বাংলাদেশের তরফ থেকে আয়োজন করা হচ্ছে ট্রাভেল ফটোগ্রাফি এক্সিবিশান- ভ্রমণ বাংলাদেশ ১। গত ১৪ই জানুয়ারী’তে বান্দারবানের থানছি’তে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যাওয়া দুই বন্ধু মুগ্ধ এবং সুজনের স্মৃতির উদ্দেশ্যে এবারের প্রদর্শনী উৎসর্গ করা হচ্ছে।

ভ্রমণ বাংলাদেশ ১ এর সব ছবিই গত ১২ বছরে ভ্রমণ বাংলাদেশের বিভিন্ন রোমাঞ্চকর ভ্রমণের স্মৃতিচারন। ট্রাভেল ফটোগ্রাফির জগতটা অনেক বড়। তাই নির্দিষ্ট গন্ডিতে তাকে পেতে না রেখে ছড়িয়ে দেয়ার প্রয়াস নিয়েছি আমরা সবখানে। বার্ড ফটোগ্রাফি থেকে পোট্রেট, ল্যান্ড স্কেপ থেকে লং এক্সপোজারের ট্রিকি ছবি। তবে সবগুলোই ভ্রমণ বাংলাদেশ এডভেঞ্চার ক্লাব এর বিভিন্ন ট্যুরের সময়ে তোলা।

ভ্রমণ বাংলাদেশ-১ ( মুগ্ধ ও সুজন স্মরণে- ভ্রমণ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ) হবে ১৩, ১৪ এবং ১৫ই ফেব্রুয়ারী শাহবাগের ছবির হাটে (চারুকলার উল্টোদিকে), প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত আমরা থাকবো ছবির হাটে। ১৩ই ফেব্রুয়ারী পহেলা ফাল্গুনের দিনে উদ্ধোধন, চলবে সন্ধ্যা পর্যন্ত। পরদিন ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারী আর তার পরদিন ১৫ ই ফেব্রুয়ারী, ক্যামেরার চোখে বাংলাদেশ দেখানোর সরল প্রয়াস রইবে ভ্রমণ বাংলাদেশের তরফ থেকে। ফেসবুক ইভেন্টে ক্লিক করতে পারেন বিস্তারিত জানতে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।