আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে কুসংস্কারবিরোধী কর্মী খুন

ভারতের এক যুক্তিবাদী চিন্তককে আজ মঙ্গলবার গুলি করে খুন করা হয়েছে। ‘দ্য ডন’ বলছে, তিনি দীর্ঘদিন থেকে কুসংস্কার ও কালা জাদু বিরোধী একটি আইন প্রণয়নের দাবিতে আন্দোলন করে আসছিলেন।

মহারাষ্ট্র প্রদেশের পুনে শহরের পুলিশ প্রধানের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, আজ সকালে চিকিত্সক নরেন্দ্র ডাভোলকার যখন আজ সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন, সে সময় দুজন বন্ধুকধারী মোটরসাইকেলে চড়ে এসে তাঁকে গুলি করে চলে যায়।

পুনের পুলিশ কমিশনার গুলাবারো পোল বলেন, ‘আজ সকালে তিনি (নরেন্দ্র) খুন হওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি।’ তিনি বলেন, হত্যার পেছনের উদ্দেশ্য খুঁজে দেখা হচ্ছে, তবে এখনো কাউকে সন্দেহ করা হচ্ছে না।

নরেন্দ্র প্রায় দু দশক আগে মহারাষ্ট্র অন্ধশ্রাদ্ধ নির্মূলন কমিটি গঠন করেন। কার্যত ভারতের সমাজে হাজার বছর ধরে টিকে থাকা কুসংস্কার দূর করাই ছিল এ কমিটির মূল লক্ষ্য। এ জন্য তিনি তাঁর সাথীদের নিয়ে প্রগতিশীল ও বৈজ্ঞানিক চিন্তা বিকাশে কাজ করছিলেন।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.