আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে এবার 'আপ'-এর পর 'খাপ'

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক দল আপ বা আম আদমি পার্টির আদলে এবার উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে নতুন একটি দল গড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী নরেশ সিং ভাদুরিয়া।

গত শুক্রবার ঘোষিত নতুন এই দলের নাম খাস আদমি পার্টি। যাকে সংক্ষেপে বলা হবে 'খাপ'। এটিও দুর্নীতির বিরুদ্ধে একটি প্রতীকী দল।

খাপ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা লোকসভা নির্বাচনে অংশ নেবে।

উত্তর প্রদেশের আমেথিতে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। এই আসনে আপের প্রার্থী হচ্ছেন কুমার বিশ্বাস। এই আসনেই লড়বেন খাপ নেতা নরেশ ভাদুরিয়া।

নরেশ ভাদুরিয়া জানান, খাপ প্রতিষ্ঠার লক্ষ্য দুর্নীতির সমস্যাকে আরও বেশি করে দেশব্যাপী তুলে ধরা। দলটিতে দুর্নীতিগ্রস্তদের ঠাঁই দেওয়া হবে না।

তিনি বলেন, আমরা ভোটের ফলাফলের দিকে তাকিয়ে নেই। আমরা তো আর ভোটে জেতা দলের লাইনে নেই। হাজার খানেক ভোট পেলেই সন্তুষ্ট।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.