আমাদের কথা খুঁজে নিন

   

বিলাসবহুল বাসের ড্রাইভারের হাতে লাঠি!

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। এ কেমন কথা। বিলাসবহুল বাসের ড্রাইভারের হাতে লাঠি! ঢাকা শহরের সব চেয়ে ঝামেল পূর্ণ স্থান যাত্রাবাড়ীর নির্মাণ কাজ চলমান ( যা চলছেই>>>>>>>>>>>>>>>>>>>) ফ্লাইওভারের নিচে নামতেই হল বাস থেকে। কারণ আমাদের বাস আর জট ঠেলে যেতে রাজী নয়।

তাই শারীরিক কসরত করতে করতে সামনে চলতে শুরু করলাম। পায়ের নিচে বাড়তি পাওনা হিসেবেআছে কাদা। হঠাৎ পেছনে শুনি বিরাট ডান্ঠা মারার শব্দ। তাকিয়ে দেখি বিলাসবহল বাসের ড্রাইভারের হাতে লাঠি! সে গদাম গদাম মেরেই চলেছে পাশে চলমান এক ভ্যানের ভুখা-নাঙ্গা ড্রাইভারের পিঠে। কারণ হল যাদের গাড়ীর মালিক বড় লোক রাস্তায় কেবল তাদের গাড়ীই থাকবে।

গরীবদের ভ্যান রাস্তায় চলবেনা। চললে ডান্ডার বাড়ি খেতে হবে। ( আজ ৯ সেপ্টেম্বর ২০১২ রবিবার। এই ঘটনাটি গত সপ্তাহে ঘটেছে। আমার মনে হয় হরহামেশাই দেশে এটা ঘটছে।

) অফটপিকঃ ড্রাইভারদের হাতে কে এই লাঠি/ডান্ডা তুলে দিয়েছে? এর কোন অনমোদন কি আছে? ভ্যান চালকরা কেন হাতে এর চেয়েও মোটা লাঠি/ডান্ড তুলে নেয় না?? এমনি করে জগত জুড়ে মার খাবে দুর্বল? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.