আমাদের কথা খুঁজে নিন

   

বিলাসবহুল গাড়িবাসা

বিলাসবহুল গাড়িগুলোতে সর্বশেষ প্রযুক্তির ব্যবহার করা হয়ে থাকে। গাড়ির ভেতরে বাসার সব সুব্যবস্থায়ই থাকে সেসব গাড়িতে। সবচেয়ে বিলাসবহুল গাড়িবাসা বাজারে নিয়ে আসে হয় দুবাইয়ের এক শোরুমে। সোনার পাত দিয়ে মোড়ানো এই গাড়ির দাম নির্ধারণ করা হয় ২০ লাখ পাউন্ড বা ৩১ লাখ ৮১ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৪ কোটি ৯১ লাখ ৬৩ হাজার টাকা।

সোনায় মোড়ানো এ গাড়ির নাম 'দ্য স্পেস-এজ এলে এমএমেন্ট পালাজ্জো'। এ গাড়িতে একটি পুরো বাড়ির সব সুবিধাই থাকবে। ডাবল বেডের শোবার রুম, বিলাসবহুল বাথরুম, ৪০ ইঞ্চি টেলিভিশনসহ বসার রুম, বার, ফায়ারপ্লেস, চা খাওয়ার রুম। এ ছাড়া নিরাপত্তা রক্ষার সার্বিক ব্যবস্থাও রয়েছে এমএমেন্ট পালাজ্জোয়। এ গাড়ি তৈরি করেছে মার্চি মোবাইল কোম্পানি।

একটি বাড়ির সব সুযোগ-সুবিধা থাকার ফলে কাজের প্রয়োজনে বাড়ি থেকে দূরে থাকলে তাড়াহুড়া করে আর বাড়ি ফিরতে হবে না। বেশ কয়েকদিন চাইলে গাড়িতেই কাটিয়ে দেওয়া যাবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.