আমাদের কথা খুঁজে নিন

   

বিলাসবহুল জলযান

দ্য নরজিয়ান ব্রেকওয়ে। ৪ হাজার যাত্রী নিয়ে নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করে বারমুডার দিকে। জলযানের ইতিহাসে এই বিলাসবহুল তরীটি নতুন ২০১৩ সালের সবচেয়ে আলোচিত নৌযাত্রা হিসেবে জায়গা করে নিয়েছে। এ অতিকায় জলযানটি শুধু নকশা এবং আকৃতিগত কারণেই নয় বরং উন্নত সংস্করণের জলযানের সর্বাধুনিক বিলাসবহুল জলযান হিসেবে সমাদৃত হয়েছে। এটি সবচেয়ে সুন্দর জলযান বলেও স্বীকৃতি পেয়েছে নৌযাত্রায়।

এ জলযানটির প্রত্যেক যাত্রী চাইলেই পুরো একটি বাগানবাড়ি নইলে সেভেনস্টার হোটেলে থাকার সুযোগ-সুবিধা পেতে পারেন এর ভেতরেই। চারদিকে যখন নীল জল, সমুদ্রঘেরা তখন এটি বিলাসিতার, আরামপ্রদ বাসস্থান। এই মাস্টারশিপ ক্রুজটিতে থাকার জন্য আলাদা আলাদা বেলকুনিযুক্ত কক্ষ রয়েছে। রয়েছে সেভেনস্টার হোটেলের মতো ডাইনিং ব্যবস্থা। হোটেল সুইটের মতো অত্যাধুনিক সংযোজিত আসবাব ও বিলাসবহুল আয়োজনে থাকার সব ব্যবস্থা।

এ ধরনের বিলাসবহুল চলযানের তালিকায় এমন আরও অনেক নাম রয়েছে। দ্য কার্নিভাল স্পিরিট, দ্য ক্রিস্টাল সিরেনটি, দ্য ডিজনি ড্রিম এমন বহু। দ্য কার্নিভাল স্পিরিটে একবার ভ্রমণে জনপ্রতি খরচ হয় ১ হাজার ৬০০ ডলার, দ্য ক্রিস্টাল সিরেনটিতে তার পরিমাণ বেড়ে গিয়ে দাঁড়াবে ১৫ হাজার মার্কিন ডলারে। এসব বাড়তি খরচের পেছনে রয়েছে বিলাসবহুল আয়োজনের বাহার। পুরো হোটেল সুইটের সুবিধা তো রয়েছেই, রয়েছে নিজস্ব সুইমিং পুল, বাগান, জিম, থিয়েটার।

অবিশ্বাস্য শোনালেও একটি অতিকায় জাহাজের ভেতরেই মিলছে এসব।

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.