আমাদের কথা খুঁজে নিন

   

সম্পাদকীয়

দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! একাত্তরের হেমলক দিনে যেসব শুয়োর-শকুন ধর্ষণ লুটপাট আর সব রকম অসামাজিকতায় মেতে উঠেছিলো এবং হত্যাকে উৎসব ভেবে রক্তের নহর বইয়েছিলো আমাদের আপনজনের লাশে । ইহকাল ভুলে পরকালের দোহাই তুলে সেসব কাপুরুষরা হীন পাকিস্তানীদের সহায়তায় ইসলাম কায়েমের নামে দজ্জালের মত আবির্ভূত হ’য়ে যেভাবে বিরান ভূমিতে পরিনত করেছিলো সোনার বাংলাকে বিভীষিকাময় অই নয় মাসে- যেন ন্যায়ের তৌলদণ্ড ওদের হা’তেই ন্যাস্ত করেছেন স্বয়ং আল্লাহ্‌ তায়ালা ! ধর্মীয় আলখেল্লার ঝলক দেখিয়ে শুয়োর-শকুনরূপী সেসব পাপিষ্ঠেরা, যারা সেদিন এতটুকুও দ্বিধান্বিত হয়নি অন্তহীন যৌনাচারে লিপ্ত হ’তেও ! এবং বাংলার বক্ষ বিদীর্ণ করে- বাংলাকে বিরান ভূমিতে,পরিণত করতে হায়রে তারাই ! পরাজিত সেই নপুংসক পিশাচদের দলই ঘৃণিত সেই বাংলার মাটি আঁকরে পড়ে আছে নির্লজ্জের মত আজো ! আর নব ফন্দি-ফিকিরের আড়ালে- কিছু অন্ধ অনুচর নরাধম পিশাচের দলের সহায়তায় বাংলার মাটিতে পবিত্র ইসলামের কথিত ঝাণ্ডা তুলে ধ’রেছে অভিসপ্ত হা’তে ওদের !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।