আমাদের কথা খুঁজে নিন

   

সম্পাদকীয় / দুর্বার



সম্পাদকীয় ১. শিল্প সাহিত্যও সংস্কৃতির কাগজ দুর্বার এর ৬ষ্ঠ সংখ্যার সম্পাদকীয় প্রবন্ধ । ২. ঘুন পোকাদের আগমনে এ সমাজ, দেশ, সংস্কৃতি সবই ধীরে ধীরে অন্ধকারময় গহ্বরের অশেষ তলে নিমজ্জিত হচ্ছে। আশাহত ভালবাসাহীন এ দেশে স্বপ্নগুলো ভেঙে যায় বার বার, ছন্দহীন উপমার মত। তবুও স্বাপ্নিক যোদ্ধারা চুড়ান্ত পথ পাড়ি দেয় অসীম আকাশ ছোঁয়া বাসনাকল্পে, দুর্গম বন্ধুর পারাপারে। কেউ ফেরে বিজয়ের মুকট পড়ে আবার কেউবা ফেরেনা।

কারো কারো সমাধি হয় মরু প্রান্তরে, কেউবা নিঃশেষ হয় ভূমধ্যসাগরে। এভাবে স্বপ্নরা ভেঙে যায়। আবার অনেকেই সাহসী হয় নতুন করে। এই গল্পের শেষ নেই এ দেশে। প্রিয় বাংলায় দেখি আশাহত পরিবেশ, বেদনাময় চারিদিক।

নিশ্চয়তাহীন তমসা ঘেরা আগামী জেনেও স্বপ্নহীন এ দিশেহারা পথে আমরা স্বাপ্নিক কলম সৈনিকেরা এগিয়ে যেতে চাই- আশা ভালোবাসা ও হৃদ্যতার বীজ বুনে। দর্বার এর মাধ্যমে পাড়ি দিতে চাই খর স্রোতা নদী, উত্তাল তরঙ্গ আর দুর নিলীমায় দুর্জয়ের বেশে। ৩. সত্যিকার অর্থে আমরা একটি ঘোর অন্ধকার আচ্ছন্ন সময় অতিক্রম করছি। অন্ধকার এত গাঢ় বলে অনেকের মনে হয় নিশাবসান বুঝি স্বপ্নেরও অতীত। বাঙালির ইতিহাসে, তার স্বাধীন জীবন ও সাহিত্যের অনুশীলনে বাঁধা আসেনি, তমসাচ্ছন্ন হয়নি এমনতো নয়।

বাঁধা এলে প্রতিরোধ, উপক্রম, আপন পথ চিনে এগিয়ে চলা- এইতো বাঙালির জীবন। এই চলার স্বাধীনতা, মুক্তি ও সাহিত্য-সংস্কৃতিক আন্দোলনের হাত ধরাধরি সংলগ্নতা। সাহিত্যই পরিচয়। সাহিত্য জাতীয় প্রানশক্তি। তরল অলসিত বানিজ্যিক বিনোদন সাহিত্য নয়।

বরং স্বপ্রান, ঋদ্ধ পরিপূর্ণ সাহিত্য- যাতে বাঙালি দরিদ্র নয়। সুশিক্ষায় ও সমৃদ্ধ সাহিত্য জাতির ঐক্য ও উত্তরণ এই প্রত্যয়ে সকলকে আহ্বান করতে হবে। ৪. স্বাধীনতার প্রায় চার দশক হতে চলেছে। অথচ স্বাধীনতা যুদ্ধের লক্ষ্যগুলো পুরন হয়নি এখনো। এই ক্রান্তিকাল থেকে উদ্ধারের জন্য আমাদের ফিরে যেতে হবে মুক্তিযুদ্ধের স্বপ্নের কাছে।

আসছে বিজয় দিবসে আমাদের অঙ্গিকার হোক দঃশাসন মুক্ত বাংলাদেশের জন্য। পরিশেষে বলবো আসুন সাহিত্যকে রক্ষা করি, সংস্কৃতি রক্ষা করি আর সুন্দরকে রক্ষা করি। আমরা যারা সাহিত্য কর্মী আমাদের ভাবতে হবে নতুন নতুন বিষয়ে। নতুন আঙ্গিকে, নতুন রূপে ও বিশ্বাসে। কবি নজরুল এর ভাষায় ‘‘আজ সৃষ্টি সুখের উল্লাসে/মোর মুখ হাসে মোর বুক হাসে/ মোর টগবগিয়ে খুন হাসে/ আজ সৃষ্টি সুখের উল্লাসে।

সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।