আমাদের কথা খুঁজে নিন

   

সম্পাদকীয়



তোমার আমার মনে বহু কষ্ট এই প্রসঙ্গ কোনোদিন সম্পাদকীয় হলো-না। যে-তুমি-আমি পৃথিবীর পথে হাঁটতে হাঁটতে হঠাৎ পত্রিকাগুলোর কাটতি বাড়ার উপাদান হই, সে-তুমি-আমি আসলে খুব বড়জোর কিছু কলা, সেই কথা আমরা বুঝতে দেরি করি, বুঝতে বুঝতে পেরিয়ে যায় অনেককটা সময়। ততক্ষণে বিগলিত হয়ে বেরিয়ে আসে আমাদের মধ্যস্থিত মূল্যবান বস্তুপিণ্ড, আর বুঝতে পেরে প্রতিবাদী হবো কিনা ভাবতে ভাবতে অন্য-মধ্যে পুরোপুরি হজমিত হয় পুরোটা কলা-বস্তু । এ-ও একটা খবর বটে। আমরা তারপর নিকটস্থ আবর্জনা-বাক্সে নিক্ষিপ্ত হলে একটা কোনায় সেই খবর ছাপা হয়। স্বজনেরা বলে দ্যাখ দ্যাখ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।