আমাদের কথা খুঁজে নিন

   

অমিমাংসিত বিষণ্ন মেঘ

জীবন কেটে যায় আমি সমগ্র সুখী মানুষ- ঠিক শীতে কাঁপা শরীরে যেন নরম রোদ; গভীর রাতে স্বপ্ন দেখে চিৎকার করে উঠলে স্ত্রীর কোমল হাত বুক ছুঁয়ে দেয় অথবা জড়িয়ে ধরে গভীর আবেগে। আমি সমগ্র সুখী মানুষ- অফিস শেষে ক্লান্ত দেহে বাড়ি ফিরতেই আমার ছোট্ট মেয়েটা কোলে উঠে ঘাম মুছে দেয় সে এখনো ‘ঘাম’ শব্দটা ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। আমি যথেষ্ঠই সুখী মানুষ প্রতিদিন বিকেলে স্বপরিবারে চলে যাই পার্কে অথবা মৃদু আলোর কোন রেষ্টুরেন্টে সবগুলো গর্তবাসী আমাদের স্বাগত জানায়। আমি ঠিক ততটাই সুখী যতটুকু সুখ পেলে মানুষ নিজেকে সুখী ভাবে। তবুও শাদা পৃষ্ঠায় কলম ধরতেই আমার চারপাশে জমে উঠে বিষণ্ন বরফ একসময় বিষণ্নতার তৃষ্ণা চেপে বসে আঙ্গুলের ভাঁজে ভাঁজে আমি কলম ছুঁড়ে ফেলে চেপে ধরি মেঘের টুটি শেষ করতে থাকি একে একে বিষণ্নতায় নীল হয়ে যাওয়া এ্যালকোহলীয় মেঘ পুড়াতে থাকি তামাক দন্ড।

আমিতো সমগ্র সুখী মানব আমার কবিতা হবে সৌখিন শব্দে ভরা হাস্যরব ছবি তবুও বিষণ্নতা চলে আসে এ বিষণ্নতার জন্ম কোথায়? বিষাক্ত বিষণ্নতা নিয়ে আমি নুয়ে পড়ি শাদা পৃষ্ঠার ‘পর। আমার কানে বাজতে থাকে খুব বিষণ্ন কোন গান। আহ্ কি হাহাকার। হে মধুর হাহাকার, তুমি কোথায় থাক? আমাকে ছিন্নভিন্ন করে দাও। ব্যবচ্ছেদ কর তোমার ধ্বনিতে।

দয়া করে বিষণ্নতার তৃষ্ণা মিটিয়ে দাও। আমি সমগ্র সুখী মানব। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.