আমাদের কথা খুঁজে নিন

   

অমিমাংসিত একটি গল্প

আজ সোহানার বিয়ে। সেজেছে কনে সাজে , লাগছে ও অপরুপা । এমনি তে ই সোহানা অনেক সুন্দরী , কনে সাজে যেনো সৌন্দর্যের সব টুকু আজ কে সোহানা দখল করে নিয়েছে। মাসুদ এর সাথে সোহানার রিলেশন ছিলো সাড়ে চার বছর এর মতো , ইউনিভার্সিটির শুরুর দিকে ই তাদের সম্পর্ক। ক্লাস ফাঁকি দিয়ে তাদের প্রেম চলতো - তাদের মাঝে সম্পর্ক দেখে অনেকে ই জেলাস ফীল করতো , মাসুদ আর সোহানার জুটি টা ই ছিলো ইউনিভার্সিটিস সব চেয়ে জনপ্রিয় জুটি , কত দিন যে মানুদ সারা রাত সোহানার বাসার সামনে দাঁড়িয়ে ছিলো , সোহানা বারান্দায় আর মাসুদ রাস্তায় দাঁড়িয়ে সারা রাত ফোনে কথা বলত, সারা রাত ফোনে কথা বলার কারনে অনেক দিন ক্লাস এ যেতে পারতো না - গত সপ্তাহে সোহানা যখন তার বিয়ের কার্ড টা মাসুদ এর হাতে দেয় তখন মাসুদ প্রথমে ব্যাপার টা বুঝতে পারে নি আসলে কি হচ্ছে।

হাসি খুশি স্বভাব এর মাসুদ মনে করে সোহানা বুঝি মজা করতেছে তার সাথে। কিন্তু ভূল টা ভেঙ্গে যেতে খুব একটা সময় লাগেন...। বরাবর এর মত ই মাসুদ চুপচাপ ছিলো তখন ও। কাল রাত থেকে মাসুদ রেডি হতে থাকে। সোহানার বিয়ে।

তার ভালোবাসার মানুষ টার বিয়ে , তাকে তো যেতে ই হবে। লন্ড্রী থেকে কাপড় গুলো রাতে ই এনে রাখে। জুতায় কালি করিয়ে নেয়। সকালে উঠে সোহানার বিয়েতে দেয়ার জন্য গিফট কিনে নেয়। যথা সময়ে হাজির হয়ে যায় মাসুদ , একটু পর ই সোহানা কবুল বলে অন্য কার ও হয়ে যাবে।

মাসুদ কে আজকে অনেক বেশি ভালো লাগতেছে। মাসুদ সাধারনত টিপটপ ড্রেস আপ কম ই পড়ে , অনেক ভালো লাগতেছে। মাসুদ এসেছে সোহানার বিয়েতে। অনেকে খেয়েছে আজ সে। হাড় গুলো সব চিবিয়ে চিবিয়ে খাচ্ছে।

সোহানা মাসুদ কে দেখে অবাক হয়। কি করে মাসুদ এতো টা স্বাভাবিক আছে আজ কে। এই মাসুদ সোহানা অনেক বেশী ভালোবাসে। , সোহানা চাইলে হয়তো মাসুদ এর সাথে ই তার বিয়েটা হতে পারতো। কিন্তু সোহানা কেনো জানি মনে করলো মাসুদ থেকে হয়তো অন্য কেও তাকে বেশী ভালো বাসতে পারবে।

তাই সোহানে ফ্যামিলির মতে বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু মাসুদ কে আজ কে এত স্বাভাবিক দেখে সোহানা প্রথম বার এর মত কস্ট অনুভব করে। কিন্তু মাসুদ স্বাভাবিক আছে । মাত্র বিয়ে টা হয়ে গেলো। নতুন বর এর সাথে চলে গেলো সোহানা।

পিছোনে দাঁড়িয়ে রইলো মাসুদ। কয়েক ফোটা চোখের জল এই মাত্র পড়ে গেলো মাসুদের। এর পর মাসুদ হাউমাউ করে কেদে উঠলো। সোহানা তার ভুল বুঝতে পারলো কিনা জানা গেলো না। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.