আমাদের কথা খুঁজে নিন

   

অমিমাংসিত

সংবিধানের তৃতীয় ভাগ –এ “মৌলিক অধিকার” এর অংশ- “জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকাররক্ষণ” ৩২- এ বলা আছে, জীবন ও ব্যাক্তি স্বাধীনতা হইতে কোন ব্যাক্তি কে বঞ্চিত করা যাইবে না।

নন্দিত নরকে বসবাস বহুদিন মুক্তির পথ বড় বেশি অচেনা । “সকাল হতে সন্ধ্যা সূর্য উদয় হতে অস্ত এই তো জীবনের ব্যাখ্যা” মধ্যা‎হ্নে যখন আমি প্রচন্ড কাšত তখন একটি ছায়া খুজিঁ ,নিজেকে দাঁড় করাই সব পথিকের মতই একটি বৃক্ষের তলায় ।কিন্তু দেখি গাছ ও ছায়া দুটিই অন্যের । একটিও আমার নয় । বুঝতে পারি ভোর হতে দুপুর পর্যন্ত এসেই আমার ভেতরের মানুষটি মৃত । নিজেকে আবিষ্কার করি গোলকধাঁধার উপর , এও বুঝতে বাকি থাকেনা ,সংকুচিত এই মৃত মানুষটিকেই প্রসারিত করতে হবে সন্ধ্যে পর্যন্ত । তবুও- মুক্তি একদিন তো আসবেই,চিরস্থায়ি মুক্তি সম্পুর্ণ মুক্তি । তোমার দু:খ – গ্লানির মুক্তি , আর - আমার আনন্দের মুক্তি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.