আমাদের কথা খুঁজে নিন

   

চারদলীয় জোটকে ভোট দেওয়া বা সমর্থন করা মানেই পাকিস্তানকে সমর্থন করা,বাংলাদেশকে নয়-প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদীদের প্রতি

নি:সঙ্গ নাবিক শিরোনামের একটাই কারণ,আর সেটা হল জামায়াতে ইসলামী,বাংলাদেশ(ভোটে অংশগ্রহণ করার জন্য বিগত তত্বাবধায়কের আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে পরিবর্তিত হয়)। সারা দেশে আজ বিএনপি উৎসব করেছে। গণতন্ত্রের জন্য বিএনপি ডাইহার্ড। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। সেটা অবশ্যই বাংলাদেশের সকল দলেরই হওয়া উচিৎ।

ক্ষমতায় আসলে দলটি সেক্টর কমান্ডার জিয়াকে স্বাধীনতার ঘোষক আখ্যা দিয়ে সবার উপরে তুলতে চায়। যদিও মুক্তিযু্দ্ধের মহানায়ক হিসেবে বঙ্গবন্ধুর উপরে কেউ নন। কিন্তু এতই যখন দরদ মুক্তিযুদ্ধের প্রতি!!তখন কেন ৩০ লক্ষ শহীদের মৃত্যু ও ৩ লক্ষ মাবোনের সম্ভ্রম হারানোর জন্য দায়ী জামায়াতে ইসলামী,বাংলাদেশকে নিয়ে জোট করেছে। আমি মুক্তিযুদ্ধপ্রেমী(যদি আসলেই কেউ থাকে) সকল বিএনপি নেতাকর্মীকে আজকের এই দিনে আহবান করব,স্বাধীনতাবিরোধী জামায়াতীদের ঝেটিয়ে বিদায় করুন। আমরাই শুধু ভোটে অংশ নেব এবং ভোট দেব।

কোন পাকিস্তানী দলকে নয়। নাহলে বাংলাদেশের শাসন ক্ষমতায় রাজাকার দেশোদ্রোহীদের অধিষ্ঠিত করার দায়ভার আবার আপনারা নেবেন ঠিক যে ভূলটা জিয়া করেছিলেন আবদুল আলীমকে প্রতিষ্ঠিত করে আর খালেদা জিয়া করেছেন নিজামী আর মুজাহিদকে মন্ত্রী বানিয়ে। দয়া করে বিশ্ববাসীর কাছে আমাদের নির্লজ্জ বেঈমান জাতি হিসেবে পরিচিত করবেন না। আপনারা একবার এই স্বাধীনতাবিরোধী রাজাকারদের ত্যাগ করে দেখেন কত সমর্থন বেরে গিয়েছে। একটু জনসংযোগ করে দেখুন,শুধুমাত্র বিশ্বাসঘাতক রাজাকাররা সাথে থাকার কারণেই কত মানুষই যে আপনাদের জোটকে অনিচ্ছাকৃত ঘৃণার নজরে দেখে!! (আমার কথাগুলোর মানে কিন্তু এই নয় যে আওয়ামিলীগের দালালি করছি,বরং জাতির শ্রেষ্ঠঅবদান মহান মুক্তিযুদ্ধের প্রতি সম্মান প্রদর্শন করে বলছি) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.