আমাদের কথা খুঁজে নিন

   

চারদলীয় জোটের আন্দোলনের দাবীনামাটা একটু খেয়াল করেন!

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

চারদলীয় জোটের লুটপাট আর অপশাসনের ফলাফল হলো আজকের সরকার। এই সরকার এসে রুই কাতলা ধরার পরিকল্পনার মধ্যে চারদলের বড় দল বিএনপির উপর দিয়ে গেছে বিরাট টর্নেডো। আরেকটা দল যারা মুলত অবৈধ ভাবে সংবিধান বিরোধী রাজনীতি করে - সেই জামাত মোটামুটি আতর সুরমা নিয়া ওয়াজি মোল্লাদের মতো ঘুরে বেড়াচ্ছিলো। হঠাৎ করে আসলো গ্যাটকো - ধরা পড়লো আলবদর নিজামী। হিসাব গেল পাল্টে - জামাত হয়ে গেল পুরাপুরি সরকার বিরোধী।

এরা বিএনপি মগজে ঢুকে গেল। সর্বশেষ খবর হলো জোট একটা আন্দোলনের কর্মসূচী দিয়েছে - তার মধ্যে দাবী হলো ৫ টা। লক্ষ্য করুন দাবী নাম্বার ৩ এং ৪। এই দাবীগুলো কি বিএনপির? মোটেও না - জামাত গনপ্রতিনিধিত্ব অধ্যাদেশের অধীনে নিবন্ধন পাবে না আর গ্যাটকো আর বড়পুকুড়িয়ার আসামী হলো জামাতাতের নেতারা - যা বিচারের আগেই বাতিল করার দাবী কি যৌক্তিক ? কোর্টে গিয়ে নিজেদের নির্দোষ প্রমান করা বোধ হয় সম্ভব নয়। এই সরকারের আমলে শত শত মামলার মধ্যে সুনির্দিষ্ট তিনটি মামলা বাতিলের দাবী জোটের - যার মধ্যে জামাতের নেতারা জড়িত - বিষয়টা কি ভাবায়? লক্ষ্যনীয়১৭ মামলায় বিধ্বস্থ জাতির ভাইয়া তারেকের কোন মামলা বাতিলের দাবী কিন্তু জোট করছে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.