আমাদের কথা খুঁজে নিন

   

বুনো হাঁস

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... (১) এক জোড়া বুনো হাঁস ছনে ঘেরা বনে বাস, জলে খেলে টুপ টাপ কেউ এলে চুপ চাপ। মাছ ধরে মলা ঢেলা একসাথে করে খেলা, সূর্য তাপে আছে বেশ চাঁদ দেখে রাত শেষ। ভাব করে দিন রাতে গান ধরে একসাথে, ছানা হবে করে আশা ডিম দিতে বাঁধে বাসা। (২) হাঁস খেতে মজা বড় রবি বলে ধরো ধরো, চুপ করে বুঝে ঝোপ বদি বলে দিবে কোপ। মণি বলে ঠিক নয় বদি বলে কে যে কয়, আইনেতে আছে মানা হবে কচু আছে জানা। অবশেষে বদি মিয়া গুলি ছুড়ে হাসি দিয়া, থরথর কাঁপে হাঁস মরমর থামে শ্বাস। (৩) নেচে নেচে হাঁস হাতে বদি রবি এক সাথে, পথ ধরে যাবে ঘরে পুলিশ যে পথে পড়ে। মুখোমুখি ওছি সাব হাঁস মেরে ধরো ভাব, দুই চার ছয় ডান্ডা থানা চল করি ঠান্ডা। বদি রবি পায়ে পড়ে মণি তার হাতে ধরে, মাফ করে দেন আজ হবে নাতো ভুল কাজ। বিঃদ্রঃ ছবিটি আমার আঁকা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।