আমাদের কথা খুঁজে নিন

   

বুনো পাখী



বুনো পাখী- ইন্দ্রধাম। একদিন সযতনে এ মনের ঘরে- রেখেছিনু বুনো পাখী এ পিঞ্জরে, পার হলো মাঝে কতো অচেনা সময়- দুরু দুরু কেঁপেছিলো ভীরু এ রিদয়, কতো ব্যাথা কতো কথা কতোনা আশায়- যেচেছিনু মনে মনে তারই প্রণয়-। কতো কথা কতো ব্যাথা বলেছিনু তারে- ভেবেছি আপন করে আপনার মাঝে, বলেছি মনের কথা চোখে রেখে চোখ- হয় যদি এভাবেই যতো কথা হোক-। মনের কতনা ভাব কতনা ভাষায়- বলেছি মিনতি করে ভুলনা আমায়, জানিনা কি ভেবেছিলো পাখী সে সময়- হয়তো জেগেছিলো আমাতে প্রণয়! তারপর ঠোঁটে ঠোঁট নিরব ভাষায়- এঁকেছি প্রণয় গাঁথা মনের পাতায়-। ভেবেছি যাবেনা পাখী আমায় ছেড়ে- সাঁজাবে সুখের ঘর আমার এ নীড়ে, বুঝিনি সে ভুল ছিলো ভাবনা আমার- ভুল বুঝে খুলেছিনু খাঁচার দ্বোয়ার-। একদিন সব কথা হলো অযথা- রিদয়ে গুমরে মরে আপন ব্যাথা, ভেবেছি মেনেছে পোষ এ পাখী আমার- ভালোবেসে খুলেদিনু সকল দ্বোয়ার-! ফিরলো না পাখী আর আমার নীড়ে, বুঝেছি বুনো পাখী পোষ না মানে।। মোঃ মনিরুল ইসলাম। (ইন্দ্রধাম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।