আমাদের কথা খুঁজে নিন

   

বুনো পাতা

সবুজ ঘাসে ছায়া হালকা উঁচু টিলা । পায়ের কাছে সার দেয়া গাছের তলায় সন্ধ্যার মিষ্টি অন্ধকার । সূর্য কোমল রশ্মি দিয়ে ঝুটি বেঁধে দিচ্ছিল অগোছালো পাতাদের । বাতাসের শব্দ ছাড়া বাকি সব শব্দেরা চুপ । বুনট গন্ধ ।

এখানে ওখানে ঝরে পড়া পাতা । শুয়ে পড়লাম মাটিতে । আকাশে হালকা সাদা মেঘ । পড়শী মেঘেরা ভেসে ভেসে একে অপরের হাত ধরলো । আমি আমার পড়শীর দিকে তাকালাম ।

সে সার দেয়া গাছদের দিকে ফিরে র'লো । মুখে কালো ছায়া মেখে গাছদের দিকে তাকাতে বিমর্ষ হয়ে গেল আলোটুকু । ভুল হয়ে গেছে ভেবে আলো দ্রুত চলে গেলে সে এদিকে ফেরে । অন্ধকারে সে আমার চোখ দেখতে পায় না, বাতাসের শব্দের সাথে গাঢ় নিঃশ্বাস টের পায় না । শুয়ে থাকি ।

তারাদের পাশে তারা জ্বলে ওঠে । তারাদের পাশে তারারা থাকে । আমরা পাশাপাশি থাকি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।