আমাদের কথা খুঁজে নিন

   

আমি লাইফে আমার কোন কাজই কনটিনিউ করতে পারিনা

হযবরল

আমি লাইফে আমার কোন কাজই কনটিনিউ করতে পারিনা আমার ছোট বেলা থেকেই পৃথিবীর সব কিছুর ব্যাপারে ইন্টারেস্ট ছিল খুব বেশি । তাই নিজেকে অল রাউনডার বানতে চাইছিলাম। যার জন্য ছবি আঁকা শিখেছি, গান শিখেছি, নাচ শিখেছি,অভিনয় শিখেছি,ক্যারাটি শিখেছি , সাতাঁর শিখেছি ,ড্রাইভিং শিখেছি, আরো অনেক কিছু শিখেছি এখন মনপরছেনা।কিন্তু কিছুই ঠিক ভাবে করিনাই। কথায় বলেনা,"কাক যখন ময়ূরের নাচ নাচতে যায় তখন সে নিজের নাচ ও ভুলে যায় "আমার অবস্হা ও হইছে ঐটা।আমার এক জিনিস বেশিদিন ভাল লাগেনা। দূয়া করেন যাতে চাকরিটা বেশিদিন ভাল লাগে । টা না হইলে আমারে না খাইয়া মরতে হইব ।আমার এই প্রবলেম এর সলিয়সন কি ? সারা জীবনে ও যেটা করতে পারিনাই সেটা করার চেষ্টা করতেছি কিন্তু পারছিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.