আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতের ব্লগ....মঙ্গল নিয়ে কিছু মঙ্গলময় তথ্য মঙ্গলের রঙ্গিন ছবি পাঠিয়েছে কিউরিওসিটি

মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ। তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মঙ্গল গ্রহ থেকে মহাকাশযান কিউরিওসিটির পাঠানো বেশ কয়েকটি নতুন রঙিন ছবি প্রকাশ করেছে নাসা। সর্বশেষ পাঠানো এই ছবিগুলো কিউরিওসিটির আগের পাঠানো ছবিগুলোর চেয়ে অনেক পরিষ্কার। নতুন এই ছবিগুলো নাসার বিজ্ঞানীদের মঙ্গল গ্রহ নিয়ে গবেষণার কাজ অনেক সহজ করে দিয়েছে বলে তারা মনে করছেন।

মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা অনুসন্ধানের জন্য নাসার পাঠানো মহাকাশযান কিউরিওসিটি গত ৬ আগস্ট গ্রহটিতে পৌঁছে। একটি ছোট কারের আকৃতির ছয় চাকার এই যানটি লাল রংয়ের গ্রহটির যে জায়গায় অবতরণ করে তার থেকে ছয় মাইল দূরে রয়েছে মাউন্ট শার্প নামে একটি পাহাড়। সেখানে পৌঁছতে কিউরিওসিটির আরও এক বছর লাগতে পারে বলে নাসার বিজ্ঞানীরা ধারণা করছেন। দু’বছরের মিশন নিয়ে যানটিকে মঙ্গল গ্রহে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর থেকে নতুন নতুন ছবি পাঠাতে থাকে কিউরিওসিটি।

তবে সর্বশেষ পাঠানো এই ছবিগুলোই সবচেয়ে বেশি পরিষ্কার। ছবিগুলোতে বিশাল আয়তনের লাল রংয়ের বেশ উঁচু রকমের ঢিবি দেখতে পাওয়া যায়। এ ছাড়া সর্বত্র পাথরের মতো টুকরা দেখা যায়। কিউরিওসিটির প্রধান কাজ হবে প্রাণের অস্তিত্বের জন্য অত্যাবশ্যকীয় রাসায়নিক কোনো উপাদান গ্রহটিতে আছে কিনা তা অনুসন্ধান করা। অতীতে নাসা মঙ্গল গ্রহে পানি প্রবাহের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে।

তারপর থেকেই এই গ্রহটিতে প্রাণের অস্তিত্বের বিষয়ে আশাবাদী হয়ে ওঠেন বিজ্ঞানীরা। নাসার এসব সাফল্যে পৃথিবী থেকে অনেক দূরের এই গ্রহটি সম্পর্কে বেশ আগ্রহী হয়ে উঠেছে মানুষ। সুত্রঃ-ডেইলি মেইল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।