আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতের প্রহরী

আমি একজন ভালো মানুষ হতে চেষ্টা করছি একা নিস্তব্ধ পৃথিবী, একা নিঃসঙ্গ শহর, একলা পথগুলো আমি চলছি নিরুদ্দেশ কোন উদ্দেশ্য ছাড়া চলার পথে কিছু ফেলে যাই না- কারণ এখানে নিঃসঙ্গতাই বড় সম্বল। যেখানে রাতের তারা গুলো নিরবে সঙ্গ দেয় যেখানে ভগ্নস্তুপ থেকে ভীড় করে থাকা অন্ধকার হঠাৎ বের হয়ে এসে- চমকে দেয় কিংবা সেই পেঁচা, লক্ষী পেঁচাটি- যেটি কিনা গতরাতে কোন এক অজানা জায়গা থেকে এসে ডালে বসে একাকী আমার মত চেনা রাস্তাগুলোতে ; হারাতে চেয়েও ফিরে আসি এসে দেখি দাঁড়িয়ে একটি ছোট ছেলে! অপার আনন্দে চেয়ে আছে নিস্পলক!!! কাছে গিয়ে দেখি এক জীবন্ত মৃতু্য ভয়ে আর আতঙ্কে কেঁপে উঠি!!!! বারবার সেই চেহারাটা চোখে ভেসে আসে। কী দুঃসহ আর বেদনায় ভরা মুখটা আমার কাছে চির চেনা বলে মনে হছিল- কেন? যে তবে তাকে চিনতে পাইনি!!! আবার পথে হারাই! এবার আবার ইচ্ছে করে খুঁজি সেই চেহারা। তবে এবার আর পাই নি।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।