আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতের নদী

http://joyodrath.blogspot.com/

খুব ক্যাজুয়েল, কোন জলদি নাই, যেন নিরবধি -- যেন কারো অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছে মধ্যরাতের নদী পাঁচমিশালী ধারাস্রোতের দোটানা-সহ। আলোকসজ্জার নৈশ অনুরোধ ঠেলে যেতে মন কি তার একদম সরছে না? নাকি ভুলে গেছে,পাহাড়ের বেণী খুলবার দিনে সেও ক্রন্দনশীলা পথ -- আর জয়দ্রথ কিংবা আমি এসে বসলাম পা ডুবিয়ে -- ইউরিয়া ফ্যাক্টরির সবুজ বিষ্ঠা মিশছে ঘুমন্ত ইলিশের ফুলকায় তবু গুনগুনিয়ে যাচ্ছে নদী, যেন ওর গানের ভেতর ইলিশের বোকা-বোকা শ্বাসকষ্ট আছে। সহজ মরণ আছে। নদীকে বললাম আমার নানাবিধ পদ্যসম্ভাবনার কথা এক বালিকার খেয়ালখুশির ভেতর তীব্র বেদনারাশিসমেত লতিয়ে উঠত ওরা – যাকে আমি লুকিয়ে রেখেছিলাম ওর সহচরীদের কাছ থেকে আগলে রেখেছিলাম পৃথিবীর সবাইকে তস্কর ভেবে -- বলতে ইচ্ছা করছে: তাকে হারিয়ে ফেলেছি, অথবা তাকে কোনদিনই পাই নি তাকে আমি একদম বুঝি নি, সেও আমাকে নয় আমি হয়ত তাকে একদিন বুঝে উঠতে পারবো, কিন্তু সে আমাকে কোনদিনও বুঝবে না একটি নিঃসঙ্গ জেলেনৌকার আলোয় আমার চোখ ঝাপসা হয়ে আসছে নদী বইছে ধীরে, সপ্রতিভ উপেক্ষার অল্প-অল্প ঘূর্ণি ওর গায়ে যেন আমি যে গল্পটি বলছি সেটি বহুবার তার বহুজন থেকে শোনা যেন তার তীরে তীরে পুনরাবৃত্তি বোনা যেন কোন উচ্চাভিলাষী শহরের পাশ দিয়ে একবারও বয়ে না-গিয়ে আমার বুঝবারই কথা নয় দাম্পত্য কাকে বলে যেন আমার সম্ভাব্য কবিতা ঐ উঠতি শহরের পয়ঃনিষ্কাশনের মতই একপেশে একটি বধির ব্যবস্থামাত্র! সমবেত স্নান শেষে শ্রমিকদের হল্লা মিলিয়ে যাচ্ছে দূরে ছুটি চেয়ে বড় বড় শ্বাস ফেলছে ঘাটগুলো, যেন আমি উঠে গেলেই একযোগে নাইতে নামবে – সারাদিনের ক্লান্তি আর লোহার অ্যাংকরের খামচিগুলোতে ব্যাণ্ডেজ বেঁধে ঘুমাতে যাবে তারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।