আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতের ভালোবাসা

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

দরজায় টুকটাক শব্দ... খোলে যায় কপাট তুমি মধ্যরাতের ভালোবাসা। কি অদ্ভূত! ইজেলের মতো দেহের ক্যানভাসে যত ইচ্ছে আঁচ পড়েছে দূষিত তুলির ছোঁয়া। একে একে নষ্ট হয় গ্রীবা,উরু,স্তন দাঁড়কাক ঝেড়ে উঠে মৈথুন শেষে- যেনো- বিশ্বজয়ী কোন কালজয়ী উপাখ্যান। এক সময় বন্ধ হয় দরজা... ফিরে যায় যুবক। কেঁপে উঠে যুবতি দরজায় কড়া নাড়ে অন্য কেউ। মনের দরজায় আবার ঝড় উঠে... হাঁটু ভেঙ্গে নত হয় নিয়তি, মধ্যরাতের ভালোবাসা এমনই...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।