আমাদের কথা খুঁজে নিন

   

রূপসী বাংলাঃ উপদেষ্টাদের অর্থ উৎস ও নারী উপলক্ষ

সকাল বেলা দৈনিক প্রথম আলো পড়ে দিনের শুরু। আর প্রতিদিন মন খারাপের শুরুটাও প্রথম আলো দিয়েই। যাহোক, আজ ৩০ আগষ্ট, ২০১২ইং বৃহস্পতিবার সকালে মনটা একটু অন্য রকম খারাপ হল লিড নিউজটা দেখে। মুসলমান সমাজে একসময় সৈয়দ বংশীয়দের ধর্মীয় ঐতিহ্য, রীতিনীতি, জীবনাচরণ ও মর্যাদার একটা স্বীকৃতি ছিল বলে জানা যায়। পিতৃকুল এবং প্রয়াত পূর্বপুরুষদের সাথে কথোপকথন এবং কখনো কখনো তর্কে জেনেছি যে, বঙ্গীয় এই ভূখণ্ডে দু'টি মাত্র পরিবার প্রবেশ করেছিলেন যারা উত্তরাধিকার সূত্রে বংশীয় সৈয়দ দাবী করতে পারেন।

এই পরিবার পরম্পরা ব্যতীত অন্য যারা সৈয়দ লেখেন তারা শুধু নামের অলংকারীত্বই বর্ধন করেন যা অনুচিত বলেও অনেকে মনে করেন। বর্তমান সরকারের মন্ত্রক ও উপদেষ্টা পরিষদে একাধিক সৈয়দ নামধারী সদস্য যাদের ভারসাম্যহীন কথোপকথন, অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতি নিয়ে দেশ-বিদেশে বিতর্কের ঝড় বয়ে গ্যাছে। এক্ষেত্রে পুনরায় শিরোনাম হলেন স্বাস্থ্য উপদেষ্টা। যিনি আগেও রাষ্ট্রীয় শিষ্টাচার বহির্ভূত এবং অরাজনীতিক সুলভ কথাবার্তা বলে সরকার ও দলকে সমালোচনায় ফেলেছেন। বিস্ময়কর হল রাষ্ট্রের প্রধান নির্বাহীর একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা হয়েও কেউ যে অতি সাধারন ও অনাত্মীয় একজন নারীর খোঁজ-খবর নেয়ার জন্য তার কার্যালয় পর্যন্ত যেতে পারেন।

তা আবার মিডিয়ার কাছে অকপটে স্বীকার করতেও বিন্দুমাত্র দ্বিধান্বিত হননা! লজ্জা, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য বিভাগের উপদেষ্টা কোথায় অপুষ্ট-রোগাক্রান্ত ও স্বাস্থ্য-সেবা বঞ্চিত নাগরিকদের স্বাস্থ্য সেবার উন্নয়নকল্পে মনোনিবেশ করবেন, সেখানে তিনি জাতীয় পতাকাবাহী গাড়ীতে বসে জনগণের কষ্টার্জিত অর্থে কেনা জ্বালানী পুড়িয়ে ব্যক্তিগত স্বার্থ বা অভিসারে ঘুরে বেড়ান। প্রকৃতপক্ষে হলমার্ক জালিয়াতির সাথে সংশ্লিষ্টতার সূত্রেই উপদেষ্টা সোনালী ব্যাংক, রূপসী বাংলা শাখায় যাতায়াত করতেন, এটা জাতী বিশ্বাস করতে চায়। ঘটনা ফাঁস হওয়ার পর কথিত নারী এখন উপলক্ষ হয়েছেন মাত্র। আদর্শ আর ত্যাগের বিনিময়ে জনগন ও দেশের প্রতি যে মমত্ব বঙ্গবন্ধু রেখে গ্যাছেন, তা তাঁর ঘোর শত্রু শ্রেণীও স্বীকার করবে। কিন্তু বড়ই পরিতাপের বিষয় তাঁর ও তাঁর দলের কথিত অনুসারীরা আজ আদর্শ বিচ্যুতি আর ভোগের মোহে তাঁকে ত্যাগ করেছেন, রেখেছেন পরিধেয় শুধু তাঁর প্রিয় মুজিব কোট! তাই মহান মুক্তিযুদ্ধ প্রত্যক্ষকারী প্রজন্মের একজন হিসেবে বঙ্গবন্ধু তনয়া বর্তমান প্রধানমন্ত্রীর কাছে এই লেখার মাধ্যমে সবিনয়ে জানতে চাই, আর কিছু নাইবা হোক, আপনি কী পারেননা বঙ্গবন্ধুর আদর্শ বিচ্যুত কপট, ভন্ড ও তথাকথিত শিক্ষিত ধ্বজাধারী অন্ততঃ একজনের পরিধান থেকে মুজিব কোট টেনে খুলে নিতে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।