আমাদের কথা খুঁজে নিন

   

রূপসী বাংলা



জাহেদ সরওয়ার দেশ মানে নয় সীমান্ত ঘেরা কোনো বিষাক্ত কারাগার দেশপ্রেম মানে নয় মুখ বুজে সহ্য করা হাম্বড়াদের অনাচার চারিদিকে জ্বলছে আগুনের সরিসৃপ ঝলক, ধর্মান্ধদের আদিম উল্লাস ঘূণে ধরা প্রাসাদ ভেতরে মাকড়শা রমণীর চুম্বন দেশ মানে নয় পুলিশের খাতায় নাম, তাড়া খাওয়া জীবন এর চেয়ে ভালো নয়, খুজে নেয়া অন্য কোনো দেশ! যেখানে রয়েছে নিঃস্বাস নেয়ার স্বাধীনতা কোমল শীতের চাদরে দেহ ঢেকে কবিতা পড়ার আনন্দ অনেক বসন্ত কেটে গেছে এই মড়কের দেশে,কাকের বিষ্টার ভেতর এতগুলো সাল ধ্বংশ করেছি মাকড়শা রমণীর চুম্বনে এখানে হৃৎপিন্ডগুলো প্রত্যহ ভেনে করে নিয়ে যাওয়া হয় মাংশের দোকানে বারুদের কুয়াশার ভেতর বুক চাপরায় ভবিষ্যতের মা তবুও বহু রাত মোমবাতি নিঃশব্দে পোড়ায় আয়ু দেশের জন্য ক্রন্দন হাস্যকর, সেতো মরে পাচ সালে একবার মাইকে মাইকে তবু একুম আর একাত্তরের প্রলাপ আরবের শিশুদের কান্না অহোরাত পরাধীন সংলাপ এইসব সনাতন খেলায় উষ্ণরক্তে কেটে যায় টোটেমের দিন কিন্তু যে তুমি খুজে পেতে চাও নিজের কনঠস্বর, নতুন কবিতা ? কোথাওকি খুজে পাবে সে রকম দেশ তুমি ইতিহাস, ধর্ম আর রাজনীতির অন্ধকার বিহীন! তুমি খুজে পেতে চাও সেরকমই একদেশ এই গ্রহে -কেননা তুমি জন্মেছ এমন এক দেশে যেখানে জন্মালে কারো কোনো লাভ হয়না,-মৃতু্য ছাড়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।