আমাদের কথা খুঁজে নিন

   

রূপসী বাজারে তুমি

ভুল করে ,ভুল করে

কবে যেনো দেখলাম- ও হ্যাঁ ১লা ডিসেম্বর, কোথায় যেন- হ্যাঁ হ্যাঁ চীনে- কী যেনো এক সৌন্দর্য্য প্রতিযোগিতা হইতেছে, ওহ মনে পড়ছে- মিস ওয়ার্ল্ড ২০০৭। সেই থিকা মাথার মইধ্যে কবিতা খানা ঘুর পাক খাইতেছে, তাই ভাবিলাম কবিতাখানা এইখানে লিখিয়াই ফেলি, তাহাতে যদি উহা মাথা থাইক্কা বাহির হইয়া অন্য কোথাও স্থান লইয়া আমার মস্তিস্করে একটু শান্তি দেয়... "রূপ থেকে রূপাতীত - হেঁটে যায় মানবী সভ্যতা; ‘তোর জন্ম দাসী জন্ম-বলে গেছে মনুর সংহিতা; চির দেবদাসী থেকে তুই হলি রূপের মহিমা, পুরুষ বন্দিত রূপ চিনে যাস রূপসীর সীমা! রূপ কিছু দুষ্ট নয়; রূপ থেকে রূপাতীত হও, মানবীর গরিমায় মেধার দীপ্তিতে তুমি রও, -এই সত্য মেনে নিতে চায়নি সভ্যতা তুমি জানো তাই তুমি রূপটান সাধ্যের অতীত কিনে আনো! রূপ প্রতিযোগিতায় প্রথমা হয়েছ কোনদিন? যে হয়েছে সুপ্রথমা, বেজে ওঠে প্রশংসার দিন, তার দেশে বিক্রি হয় মহার্ঘ সামগ্রী রূপটান; অন্নের ভিখারী দেশ কন্ঠে নেয় মধুঋতু গান! সেই গান উপেক্ষায়, সেই কষ্টে দিয়ে গেছ হেলা, রূপের যৌবন আর যৌবনের পড়ে আসে বেলা। কত মূদ্রা ব্যয় হয় রূপসী বাজারে জানো তুমি? দেশ জুড়ে হাহাকার কেঁদে ওঠে সুপ্রাচীন ভূমি। বিলাস দ্রব্যের মতো প্রতিযোগিতার রূপসিনী, তৃতীয় বিশ্বের থেকে তোকে আমি অল্প কিছু চিনি। রূপের সঙ্গীত নয়, মেধার মহিমা থেকে আজ, বাজুক বাজুক দেখি জীবনের গূঢ় কারুকাজ।" কবিতাটি 'কৃষ্ণা বসু' র লেখা, নাম 'রূপসী বাজারে তুমি' স্মৃতির উপর ভরসা করে লেখা ভুলভাল হলে কবি এবং পাঠক সকলের কাছে ক্ষমা প্রার্থী। নারী আর কতকাল দাসীবৃত্তি করবেন আর কতকাল বাজারে বিকোবেন, এবার একটু চোখ খোলেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।