আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্য

আমি বাংলার...। ( জরুরীবিধি মালা-২০০৭ এ সারের দাবিতে মিছিল করার মিথ্যায় মামলায় পলাতক থাকা কালে) গ্রীক কাহিনীর নায়কেরা নিশ্চিত পরাজয় জেনেও লড়ায় করে প্রাণপন। আমার মনদেবতা বলে কোন অপরাদ করিনি আমি মিছেমিছি চলছে খেলা, কৌশলে। যৌবনের তপ্ত বালুকায় অভিযাত্রি আমি। ওকে ছেড়ে একা কত কষ্ট কৈশরে ভালবেসে- এতদিন কাছেই ছিলাম কোনদিন দুরে থাকিনি।

হতাশায় বুক ভেঙ্গে যায়, স্বপ্নের নীড়ে করি বিকিকিনি। অনেক বৈভব না থাকলেও অভাবি নই আমি। শক্ত কব্জির কোপে মাটি ফেঁড়ে বের করি ফসলের খনি। ধন-পাট, মরিচ-রসুন, টমেটো-বেগুন, সবজি পাতা কি চাই তোমার সব আছে- এক কানি জমিতে আমার। একদিন সবুজের মাঠ বিদ্রোহ করবে শ্লোগানে বলবে কি অন্যায় করেছিলাম আমি।

শ্বাসরুদ্ধ দিনগুলোর অবশান হয়ে যাবে একদিন। আমি গ্রীকদেবের কাছে নয় স্বদেবতার কাছে শুনেছি কিচ্ছু হবে না আমার, কিচ্ছু না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।