আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্য

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

কিছুদিন আগে ভাগ্যসংক্রান্ত একটি গল্প নিয়ে কিছুটা বিতর্কের সুচনা হয়েছিল। একজন মানুষ তার নিজের ভাগ্যকে নিজেই গড়তে পারে - এই সংলাপটি আপাতদৃষ্টিতে কিছুটা সত্য হলেও একজন মানুষ তার ভাগ্য দ্বারা আসলে কতটুকু নিয়ন্ত্রিত হয় তা অবশ্যই আলোচনা সাপেক্ষ। মাও সেতুংএর একটি উক্তি অনেকটা এইরকম ছিল যে আমি ইতিহাস এবং সময়ের সৃষ্টি মাত্র, সময় তার প্রয়োজন মেটাতে আমাকে না হলেও অন্যকে বেছে নিত। এমনটা প্রায়শ:ই ঘটে যে অনেক সময় পরিস্থিতি একটা মানুষকে পুরোপুরি বদলে দেয়। ৭১এর মুক্তিযুদ্ধ আমাদের পুরো জাতিকে একটি যোদ্ধা জাতিতে পরিনত করেছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের এই পরিবর্তন আসত না।

এটাত গেল জাতিগত, ব্যক্তিগত ঘটনাও অনেক সময় আমাদের জীবনে আমুল পরিবর্তন ঘটায়। পরিবারের একমাত্র বাউন্ডুলে ছেলে হঠাত করেই খুবই দায়িত্বশীল আর ভদ্র বনে যায়। কারন আর কিছুই নয়, আকস্মিক দুর্ঘটনায় ঐ পরিবারে একমাত্র উপার্জনক্ষম কর্তার মৃত্যু। আমরা সাঈদ আনোয়ারে কথা জানি, কন্যার মৃত্যুতে তার জীবনে আমুল পরিবর্তন ঘটে। কিছুদিন আগেও ইউরোপীয়দের যেসব দুর্ভোগ পোহাতে হয়েছে তার চাইতে অনেক ভাল জীবনযাপন করছি আমরা।

২য় বিশ্বযুদ্ধে ইউরোপ ক্ষতবিক্ষত হয়েছে, মৃত্যু হানা দিয়েছে যত্রতত্র। আবার এর কিছু আগে প্লেগ রোগে ইউরোপের শহরের পর শহর উজার হয়েছে, এককোটি ইউরোপিয় ভয়ে পাড়ি দিয়েছে আমেরিকায়। এমনকি আমেরিকাকেও গৃহযুদ্ধের দুর্ভোগ পোহাতে হয়েছে অনেক বছর। আর আজকের ইউরোপ কিংবা আমেরিকাতে যারা জন্মগ্রহন করেছে তারা কি ঐ সময়কার ইউরোপিয়ান কিংবা আমেরিকানদের চাইতে অনেকগুনে ভাগ্যবান নয়কি। আবার জন্মগতভাবে যারা অন্ধত্ব বা পংগুত্ব বহন করছে তারা কি পারবে শুধুমাত্র চেষ্টা চালিয়ে তাদের এই অন্ধত্ব বা পংগুত্বকে ঘুচিয়ে দিতে।

আর এটিও নাকি অনেকটা প্রতিষ্ঠিত সত্য যে ডি এন এতে মানুষের যে তথ্য সংরক্ষিত থাকে তাতে তার চরিত্রের অনেক কিছুই নির্ধারিত হয়ে যায়। যদিও এব্যাপারে আমার ব্যাপক কোন গ্গান নেই। জেনেটিকালি কিছু রোগ যে পুরুষাক্রমে আমাদেরকে বহন করতে হয় এটা সবাই জানি। এরপরও কিন্ত কেউ কখনো ভাগ্যের হাতে নিজেকে সমর্পন করে বসে থাকেনা। কেননা পথচলাই জীবন।

পথের দীর্ঘতা কিংবা শেষ কারো জানা নেই, জানা নেই পথের মোড়ে মোড়ে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তাই এভাবে হয়ত বললে ভাল যে ভাগ্য আমাদেরকে নিয়ত্রন করে কিন্তু জীবনকে নিয়ত্রন করি আমরা নিজে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।