আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্য ফল



গুনীলোকেরা বলে মানুষ ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত হয়, আবার এই ভাগ্য যাচাই করার জন্য মানুষ যৌতিষীদের কাছে দৌড় ঝাপ করে। কিন্তু একই বিষয় নিয়ে যদি দু রকম ভাগ্য যাচাই করা হয় তাহলে কোনটাকে ধরে নেবেন। অবশ্য এখানে একটা সুবিধা এই যে, দুইটা দুই রকম বললে একটা তো ঠিক হবে। হয়তো এমনটিই ঘটতে যাচ্ছে আগামীকালের ফুটবল বিশ্বকাপ ফাইনালে। কারন বিশ্বকাপে যে দুটি দল খেলবে সেই দুটি দলকেই ফাইনালিষ্ট ধরা হচ্ছে।

এটিও মানুষের তৈরি নয়, দুটি প্রাণীর তৈরি। সেই প্রাণী দুটি হলো অক্টোপাস এবং টিয়া পাখি। অক্টোপাস সিলেক্ট করেছে স্পেন জিতবে আর টিয়া পাখির সিলেক্ট নেদারল্যান্ড। এখন কথা হচ্ছে, যেহেতু দল দুটি, আবার প্রাণীও দুটি, এই দুটির সিলেক্ট আলাদা আলাদা। কিন্তু আমরাও জানি যে, একটি দল অবশ্যই জিতবে।

তাহলে আমর কি বুঝতে পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।