আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাডেট কলেজের কিছু হার্ড জোকস

ক্যাডেট কলেজ রঙ্গ ১: ক্যাডেটদের নিয়ে কলেজ বাস বাইরে যাচ্ছে। সাথে স্টাফ আছেন। হঠাৎ এক ক্যাডেট দাঁড়িয়ে বলল, “ স্টাফ নামবে নামবে”। স্টাফ বললেন, “ কি হয়েছে, কে নামবে?” জনৈক ক্যাডেট বলল, “ স্টাফ মেঘ করেছে, বৃষ্টি নামবে”। খিকয।

ক্যাডেট কলেজ রঙ্গ ২: দুইজন ক্যাডেট গল্প করছে। একজন বলল, দোস্ত বল তো, একটা হাতী আর একটা পিপড়া মোটর সাইকেলে চড়ে যাচ্ছে। পথে এ্যাকসিডেন্ট হল। হাতীটা মারা গেল, কিন্তু পিপড়াটা বেঁচে গেল। কিন্তু কেন ? বন্ধু বলল, পারব না।

...........................। । .................................। ..................। ।

............। । উত্তর হল, আসলে পিপড়াটা হেলমেট পরে ছিল। ক্যাডেট কলেজ রঙ্গ ৩: একটা হাতী আর একটা পিপড়া অনেক উঁচু একটা বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিল। হাতীটা নিচে পরে মারা গেল, কিন্তু পিপড়াটা বেঁচে গেল।

কিভাবে? .................................। ....................................। । .................................। ........................।

। উত্তর হল, পিপড়াটা প্যারাস্যুট দিয়ে নিচে নামছিল। কিন্তু হাতীটার সাথে কিছু ছিল না। ক্যাডেট কলেজ রঙ্গ ৪: হাতী আর পিপড়া এ্যাকসিডেন্টের পর হাসপাতালে পাশাপাশি বেডে শুয়ে আছে। কিন্তু কেন? ...........................।

। ................................. ..................। । পিপড়া হাতীকে রক্ত দিচ্ছে। উপরে উল্লিখিত জোকস গুলো ক্যাডেট কলেজের অ্যাসোসিয়েট প্রোফেসর হেদায়েতুন নবী স্যারের কাছ থেকে শোনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.