আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাডেট কলেজ জীবনের শেষ...........



আজ সুদীর্ঘ ৬ বছর ১ মাস পর আমরা রাজশাহী ক্যাডেট কলেজের ৪০ তম ব্যাচের ৩৯জন বিদায় নিলাম। পেছনে ফেলে আসা কত স্মৃতি, কত সুখ, কত দুঃখ, হাসি-কান্নার দিনগুলি.................. ক্লাস সেভনের দিনগুলি খুব কষ্টের ছিল। ক্লাস এইটে কষ্টটা একটু বেশিই হয়েছিল কারণ নিজের জন্য এবং জুনিয়র, অর্থাৎ সেভেনের জন্য সমস্যা হত। তাদের সবকিছুতেই গাইড করতে হত। ভুল তো করতই; ফলে আরেক সমস্যা- সিনিয়রদের কাছে এর জন্য শাস্তি পাওয়াটা মেঘ না চাইতেই জলের মত বর্ষিত হত।

ক্লাস নাইন থেকে দিনগুলো কিভাবে কাটল, বুঝে উঠতে পারিনি। দিনগুলো এত মজার ছিল বলার নয়। তখন থেকে খারাপ লাগেনি আর কখন্ও । এইচ এস সি পরীক্ষার শেষ প্র্যাকটিক্যাল শেষ করে যখন বোধ হল, তখন আর মাত্র ১৪ঘন্টা বাকি। সবাই কেমন যেন নিশ্চুপ হয়ে পড়েছিল।

.....................................................................................(দীর্ঘশ্বাস)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.