আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গ মাতা

পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে, বেঁধে বেঁধে রাখিওনা ভাল ছেলে করে। প্রাণপণে, দুঃখ সয়ে আপনার হাতে- সংগ্রাম করিতে দাও ভালমন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহছাড়া লক্ষীছাড়া করে। সাত কোটি সন্তানের,হে মুগ্ধ জননী, রেখেছ বাঙ্গালী করে-মানুষ করনি। পুণ্যে-পাপে, দুঃখে-সুখে, উত্থানে, মানুষ হইতে দাও তোমার সন্তানে।

হে স্নেহার্ত বঙ্গভূমি! তব গৃহে-ক্রোড়ে, চির শিশু করে আর রাখিওনা ধরে। দেশ-দেশান্তর মাঝে যার যেথা স্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে, বেঁধে বেঁধে রাখিওনা ভাল ছেলে করে। প্রাণপণে, দুঃখ সয়ে আপনার হাতে- সংগ্রাম করিতে দাও ভালমন্দ সাথে। . শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহছাড়া লক্ষীছাড়া করে।

সাত কোটি সন্তানের,হে মুগ্ধ জননী, রেখেছ বাঙ্গালী করে-মানুষ করনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।