আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গ বন্ধু

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। হে মোর জাতীর জনক।

তোমি মোর চিন্তা,চেতনায়, মোর প্রেম,ভালবাসায়, মোর দর্শন জীবনে। যেদিকেই তাকাই আমি দেখি তোমি আছ বাংলার ছায়া হয়ে, সবুজ ঘাশের সাথে, পাকা ধান ক্ষেতে. লাঙ্গল কাঁধে কৃষাণের সাথে, নৌকার মাঝির সুমধুর কন্ঠে। আমি দেখি তোমি আছ মসজিদের মোয়াজ্জিনের কন্ঠে, বনের পাখির কিচি-মিচির শব্দে। আমি দেখি তোমি আছ আমার বাবার হাসিতে, মায়ের স্নেহে,প্রিয়ার মনে, দামাল সন্তানের রুহে। আমি দেখি তোমি আছ আমার ভাইয়ের সাহসে, বোনের স্বতিত্বে,সর্বস্হানে, জাতীর অন্তস্হলে।

হে মোর জাতীর জনক। তোমি না এলে এই ধরায় হতো না জাতী মুক্তি,হতোনা মোদের মাতৃভাষা বাংলা। আজ জাতী গায় যে ভাষায় গীতি তা তোমারই দান। হে মহান জাতীর জনক। আমি চিনিয়াছি তোমাকে তোমি নও কোন সাধারন মানুষ।

তোমি প্রভূ প্রেরীত মহান পুরুষ, তোমার প্রাণ মহা প্রাণ। মানী-তোমার আগমন ঘটেছিল জাতীকে মুক্তির জন্যে, তোমি জাতীর মুক্তি দাতা, জাতীর পিতা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।