আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গ দেশের চোরগণেরা

ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।

বঙ্গ দেশে এখন নানা ধরনের চোরের আনাগোনা। নেতারা চোর। সরকারী কর্মীরা চোর।

যে যে যার যার অবস্থান থেকে চোরের কর্তব্য পালন করে যাচ্ছে অত্যন্ত নিষ্ঠা আর বিশ্বস্ততার সাথে। আমি বলছি, সরকারী চাকরি যারা করে তারা ৮৫%ই চোর। বাকি ১৫% যারা আছে তারা সুযোগ পায় না বলে চুরি করতে পারে না তাই কারা ভাল মানুষ। এই ভাল মানুষরা সব সময় খালি আফসোস করে মরে। ভাই, বিগত ৪০ বছরে উন্নতি হবার অনেক সম্ভবনা ছিল।

কিন্তু সবাই যদি মেরে কেটে খেতে চায় আর খায় তাহলে কি করে উন্নতি হবে বলুন? একটি কলসির তলায় যদি ফুটা থাকে তাহলে আপনি যতই পানি ঢালুন না কেন কলসি ইহজীবনেও ভরবে না। বাংলাদেশ এখন একটা ফুটা কলসি। আমাকে আবার কেই কিসিঞ্জার বলে গালি দেবেন না যেন! সত্য কথা বললে অনেকেরই খারাপ লাগতে পারে। কারণ, প্রবাদ আছেঃ চোরকে চোর আর মাস্তানকে মাস্তানকে মাস্তান বলিও না। সকলের অবগতির জন্য বলছি।

রাগ করবেন না , প্লিজ! রাস্তায় ছিনতাই করে যে লোক সেকি বাসায় গিয়ে বলে যে সে ছিনতাই করে কামাই করে? ডাকাতি করে যে লোক সেকি বাসায় গিয়ে বলে যে সে ডাকাতি করে কামাই করে? চান্দাবাজি করে যে লোক সেকি বাসায় গিয়ে বলে যে সে চান্দাবাজি করে কামাই করে? আমরা কি খবর রাখি যে আমাদের প্রিয় মানুষ গুলো যে আয় করে সংসার চালাচ্ছে সেটা কি কোন বৈধ পথে আসে না খারাপ পথে? খবর কেউ রাখে না। সচ্ছলতার জন্য দেশের বেশীর ভাগ মানুষই অসৎ হয়ে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।