আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর কিছু মজার তথ্য - ১

• পৃথিবীর মোট জল এর ৩% সুপেয় আর বাকি ৯৭% লবনাক্ত। ২% সুপেয় কিন্তু বরফ আথবা হিমবাহতে জমাট আবস্থায় পাওয়া যায়। অর্থাৎ পৃথিবীর মোট জলের মাত্র ১% জল সুপেয় এবং তরল আবস্থায় পাওয়া যায়। • নীলনদের তলদেশ এর মাটির নিচ দিয়ে আরও একটি নদী প্রবাহিত যার জলের পরিমান উপরের স্তরের নদীর জলের পরিমান এর ৬ গুণ। • পৃথিবীর সবচেয়ে বড় চাকরীদাতা প্রতিষ্ঠান হল ইন্ডিয়ান রেলওয়ে।

এতে প্রায় ১ মিলিয়ন লোক কাজ করে। • আইফেল টাওয়ার এর প্রকৃত উচ্চতা হল ৯৮৪ ফিট. কিন্তু এটা গ্রীষ্মকালে তা ৬ ইঞ্চি বৃদ্ধি পায়। আবার শীতকালে পূর্বের অবস্থায় ফিরে আসে। • রাজা লুইস-১৯ মোট পনেরো মিনিটের জন্য ফ্রান্স শাসন করেন। • বাকিংহাম প্যালেস এ ৬০২ টি কক্ষ আছে. • পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারে না।

• আপনি কি সর্বদা মনে করতেন- পোলার বিয়ার এর পশমের রঙ সাদা? না, আপনি ভুল ধারনা করেছেন। আসলে তাদের পশম বর্নহীন। • এস্কিমো শব্দের অর্থ "কাঁচা মাংসের ভক্ষক" । • মিশরীয় নারীরা লিপষ্টিক আবিষ্কার করেন। আরও মজার মজার তথ্য জানতে চান? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.