আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর পথে পথে

বুদ্ধিজীবী হতে ডিগ্রী লাগেনা। অনেকদিন লেখালেখি করা হয় না। ইচ্ছে হল তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করি। কোনটা আমার তোলা। কোনটা আমার ফেসবুক বন্ধুদের তোলা।

একবার চোখ বুলিয়ে যাও। ভাল না লাগলে পয়সা ফেরত। হা হা হা। সরিষার রাজ্যে সুর তোলে মৌমাছি। একাকী বসে আছি নিরালায়।

তোমারি আশায়। ডিমের জাদুঘর, ভামা, সুসিভা, রোমানিয়া। যোদ্ধা, মালদ্বীপের শিল্পীর আঁকা ছবি। ইণ্ডিয়ার একটি বাহারী দোকান। ছবিটার বিষয়য় বস্তু কিছি না।

একটু হাসির খোরাক শিল্পীর চোখে কুমারী মেয়ে সামনে ভালবাসা দিবস। তাই খুব চেনা এই ছবিটি দিলাম। ক্যারিবিয়ান বিঊটি, ক্যানভাসে আঁকা ফ্রাক্টাল ছবি। শকুন আজকাল দেখাই যায় না। মুখোশের আড়ালে সুন্দর চোখ পাঁপড়ি মেলেছে ফুল।

মনের আশা গুলো ঠিক এভাবেই মেলে ধরো বন্ধু। কবিটার কয়েকটি চরণ, করিয়ে দিলাম তোমায় স্মরণ পোষা কুকুর কে সাথে নিয়ে সাইবেরিয়ার পথে অভিযাত্রিক। যাবে নাকি সাইবেরিয়ায়। বাগান নিয়েও বিলাসিতা হয়। দেখ কি অপূর্ব শৈল্পিক হাতের কাজ।

ভাল লাগবেই। আমরা বাঙ্গালীরা ফুল পেলে এমনি পোজ মারা শুরু করি। কি ঠিক বললাম তো! কাঠের বায়ুকল আর মেঘ। ভাগ্যবান ভেড়া সাধারণ প্রকৃতিও মাঝে মাঝে অসাধারণ পোজ দেয়। বাংলাদেশ, দূর পাহাড়ের গায়ে।

চল বেড়িয়ে আসি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.