আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর পথে পথে



আজ অনেকদিন পর লিখতে বসলাম। আসলে অফিসে বসে ব্লগিং করা টাফ খুবই। ফাঁকিবাজি বলে কথা । কিন্তু এখন কিছুটা সময় পাওয়া গেল ব্রাউজ করার, সুতারং বসে গেলাম সামহোয়ার এ। আমার লেখা প্রথম পাতায় আসেনা।

কেন যে আসেনা বুঝতে পারছিনা। অনেক দিন তো হল!!হয়ত আমার লেখা প্রথম পাতায় স্হান পাবার মত না। কি আর করা। তাও যে লিখতে পারছি সেও কম না। অবশ্য একটা মজা পাছ্ছি এতে।

মনে হছ্ছে ডায়রী লিখছি। কারণ ডায়রীতে যেমন নিজের ব্যাক্তিগত কথা লেখা যায় এখানেও সেটা সম্ভব কারণ যেহেতু প্রথম পাতায় আমি যেতে পারছিনা সেহেতু এটা বুঝতে পারছি যে আমার লেখা খুব বেশী লোক পড়বে না। যদিও দেখছি যে বেশ কয়েকবার আমার ব্লগ পড়া হয়েছে, যদিও কোন কমেন্ট করা হয়নি। মনে হছ্ছে এখানকার কতৃপক্ষ সম্ভবত দেখছেন লেখা গুলি। সাধারণ ব্লগার হলে তো কেউ না কেউ একটা দুইটা কমেন্ট করত তাইনা? সকালে অফিসে আসতে আজকে দেরী হয়ে গেল, অফিসে এসেই শুনলাম খালেদা জিয়া ও কোকো গ্রেফতার হয়েছে।

ব্যাস হয়ে গেল, দুই নেত্রী ই এখন জেলে, অনেক শুনেছি, অনেক বলেছি, অনেক পড়েছি যে এই দুই নেত্রী না থাকলে বাংলাদেশে আর কোন সমস্যা থাকবেনা। তাঁহলে এখন কি বাংলাদেশ সমস্যা মুক্ত দেশ হয়ে যাবে?এগিয়ে যাবে সমৃদ্ধির পথে?অপেক্ষায় রইলাম উন্নত বাংলাদেশকে দেখার.. নাজমুল হুদা জেলে বসে দেখলাম নতুন এক তত্ত্ব দিয়েছেন। হায়রে বেচারা!ওনার আজগুবি কথাগুলি যে উনি কোথা থেকে পান তা আল্লাহই জানেন। উনি ওনাকে বিশাল দেশপ্রেমিক হিসেবে দাবী করেছেন, আর ওনার সংবাদপত্রের মূলধন কে নাকি ঘুষ এর টাকা হিসেবে দেখিয়ে ওনার বিরুদ্ধে বিচার চলছে বলে দাবী করেছেন। যাইহোক উনি শেষে বলেছেন ওনার বিচারে জেল হলেও আর নিবা'চন করতে না পারলেও দেশের ভালর জন্য তিনি কথা বলে যাবেন।

যাহোক, রাজনীতি থেকে দূরে থেকে যদে উনি দেশের উন্নয়নের জন্য কথা বলেন, কাজ করেন তাহলে অবশ্যই তাঁকে সাধুবাদ জানাই। তবে তাঁকে আর রাজনীতিতে বা ক্ষমতায় দেখতে চাইনা। ইন্টেল এর প্রধান নাকি বাংলাদেশে আসছেন। কয়েক বছর আগে উনি ভিয়েতনামে গিয়েছিলেন আর সেখানে নাকি অনেক বিনিয়োগ করেছেন। আশা করছি ওনার সফর টা বিল গেটসের সফরের মত মাকাল ফল সফর হবে না।

আশা করি বাংলাদেশে একটা কম্পিউটার এর যন্ত্রাংশের ম্যানুফ্যাকচারিং প্লান্ট হবে। গতি পাবে আমাদের আইসিটি সেক্টর। আশায় রইলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.