আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তমেষু

আগাগোড়া বঙ্গালী মনে ছিল উত্তাল তরঙ্গ, চোখে স্বপ্ন এক বুক আমার হৃদয়ে ভ্রান্তিবিলাস অচেনা আগুন্তুক। সেই ভোরের রোদ্দুর, সেই অলস দুপুর তার শিরায় জাগানো প্রতিবাদী গান, মেঘলা মেয়ের পায়ের নুপূর। ভোরের খন্ড শিশির, ব্যর্থতার শতটি ফোঁড়া, উচাটন মন কাঁদে সারাক্ষন জীবন তখন আধমরা। এসেছিল মৃদু পায় কোন এ বরষায় প্রেম শুরু উতলা অগ্রানে হারানো পাখির গুঞ্জরন অশান্ত তনুমন হাতে-হাত শিউলিবিতানে। ফাগুনের রঙ দিয়ে দুই মনে হোলি উৎসব, বাড়ন্ত জলে জ্যোৎস্নার ঢলে দুজনা পাশাপাশি নিরব। অদ্ভুত মন কাঁদে সারাক্ষন তার জন্যে আকুলি-বিকুলি মধ্যরাত্রিতে তার স্মৃতি আনমনে জ্বালি। কুয়াশার ঘর পরিচিত স্বর হারিয়ে যাবার ঘোরে, মনে হল এ আমার পরিচিত ছিল হাজার বছর ধরে। একটু হারিয়ে গেলে প্রজাপতি ডানা মেলে বুঝবে না কি ভগবান? করুন কারনে পরের আশ্বিনে মোর প্রিয়ার নিরব প্রস্থান। ধুলোর স্মৃতি করুনার গীতি গাইছে সে নিষ্ঠুর কবে তুলে নেবে সেই কথা ভেবে কাটে আমার অলস দুপুর।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।