আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তমেষু - ১



প্রিয়তমেষু, কেমন আছেন? মনে তো হয়, খুব ভালো..... তাই না? আমাকে কি মনে পড়ছে? চিনতে পারছেন? হয়তো..... হয়তো না....!!! জানিনা, কি ভেবে আপনাকে চিঠি লিখতে বসেছি। হঠাৎ করে খুব মন খারাপ লাগছে। আপনি আমার সংগে কেন এমন করে কথা বলছেন? এখন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা। কিছুক্ষন আগেই আপনার সাথে কথা হয়েছে। আপনি আমার সাথে কথাও বলতে চান না, যোগাযোগও রাখতে চান না, তাই না? এ পর্যন্ত লিখে, আপনাকে ফোন করলাম, ট ভাই ফোন ধরে বললো যে, আপনি বাসায় নাই, আপনাকে মোবাইলে ফোন করে শুনলাম, আমি ফোন করলে বাসায় আপনি নেই কথাটা আপনিই বলেছেন, খুবই ভালো কথা।

ফ, আমি খুব ভালো করে জানি যে, সব স্বপ্ন পুরন হয় না। কিন্তু স্বপ্ন দেখা তো বন্ধ করে দেওয়া যায় না! আমি চোখ বন্ধ করে একজনের দিকে হাত বাড়িয়ে বসে আছি। তাকে যে আমার হাত ধরতেই হবে এমন কোন কথা আমি বলতে চাই না। কিন্তু, আশা করে আছি। আমার এই আশার স্বপ্ন কেউ আমার কাছ থেকে নিতে পারবে না, তুমিও না।

তুমি আমার সাথে যোগাযোগ রাখতে না চাইলে, জোর করে যোগাযোগ করোনা। তুমি কি চিন্তা করছো, এটা সম্পুর্ন তোমার ব্যাপার, এখানে আমার বলার কিছু নেই। আমি তোমাকে আমার মত মনে রেখেছি। আমার চিঠি পড়ে তোমার হয়তো খুব বিরক্ত লাগছে, কিন্তু কি করবো বলো, আমি তো এমনই। তুমি প্রথম থেকে আমাকে 'না' বলে গেছো, আর আমি প্রথম থেকেই তোমাকে আমার কথা বোঝানোর চেষ্টা করেছি।

হয়তো ঠিকমতো বোঝাতে পারিনি... ভালো থেকো। ইতি, এই আমি 'সে' ০৫ এপ্রিল ২০০৫ শ্যামলী, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।